এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রথীন বনিক


কবিতা : কবিতার ল‍্যাব



দলাই লামা

মরা সুখের ওপর থিক থিক গঙ্গাফড়িং...               
একটা ভোর ৫টা দলাই লামা হতে চেয়েও হল না... এনকমপ্লিট রেখে                     সামনের সিগারেটটা খুব ডেকে উঠল খুব খুব                    গ্রিন টি চুক চুক ঢেলে                                   পাগলের মতো চারপাশ গাড়ি যাওয়া...                
ঢিল তুলে নিজেকেই এখনও পেলাম না|                  
            
                ঘনত্ব

ঢলে পরা বিকেল| কানেকশন অঙ্ক মাথার বাইরে ধুঁয়ো তুলে,                                             একটা বাটি •ফল বাড়া                                    জবুথবু হাত                     তবু কোনো ক্রমে ছোঁয়া গেল...              দূর ছাতা ঘনত্ব বোঝবার সময়ও হল না|                            
                              
রথীন বনিক
শ্রীরামপুর, হুগলী|
আমার নিঃসঙ্গ জীবনে একফালি রোদ শুধু কবিতা|
কবিতা অষ্টম শ্রেণী থেকে লিখছি|
বর্তমানে শ্রীরামপুর কলেজে বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র
কবিতা ছাড়াও প্রবন্ধও টুকটাক লিখি|
বাড়ি শ্রীরামপুর, হুগলী|

*******

No comments:

Post a Comment