কবিতা : সাধারণ বিভাগ
সম্পর্ক তুমি
সম্পর্ক তুমি ঘ্রাণের সাথে
ঢুকে পড়ো শরীরে,
বন্ধন তৈরি করো—
দুটি প্রাণের মাঝে।
তোমার স্পর্শে কিছু বন্ধন হয়ে যায়
দৃঢ় থেকে আরো দৃঢ়—দৃঢ়তর।
তুমি বদলে দিতে পারো —
গোটা জগতটাকে।
সত্যি! অসীম তোমার ক্ষমতা ।
সবই তো পারো তুমি!
তাই না?
সব পারো।
তোমার সৃষ্টির সুরে
সুর মিলিয়েছি আমরাও।
তুমি আছো তাই—
কাউকে বেঁধে নিই প্রাণের মাঝে,
সৃষ্টি করি নতুন কিছু।
আর তোমায় কেউ আঘাত দিলে—
ছুঁড়ে ফেলি তাকে দূরে, বহুদূরে ।
অন্তরা চ্যাটার্জী। বাড়ি রানীগঞ্জ পঃ বর্ধমান জেলার অন্তর্গত। কবি বর্তমানে বাংলা বিভাগ নিয়ে স্নাতকোত্তর পাঠক্রমের অন্তর্ভুক্ত । লেখালেখি ও পড়াশোনা ছাড়া আবৃত্তি ও গান গাওয়ার ওপর ঝোঁক আছে। গল্পপ্রিয় মানুষ। |
******
No comments:
Post a Comment