এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নীতা বিশ্বাস


কবিতা : সাধারণ বিভাগ



অনিশ্চিত

যখন একটা ইঙ্গিত থেকে বর্ষা
ঘনঘোর
হয়তো সেটা কান্না, হাসির
বিজ্ঞাপনও হতে পারে

দ্বিমাত্রিক ছেলেখেলায়
সংসারের বায়োপিক বদলে যায়

যাওয়ার রকমফেরে গজ
অথবা তুমিই হংসী
যার চোখ যেমন লেখে

তোমাকে বললাম হিসেব রাখতে
রাখলেনা বিবরণ
দিন কেটে যাওয়ার যে
ছুরিচাপা রক্ত
খানিক বর্ষা, খানি্ক
মেঘটলটল জন্মছক...



বেঠিকানা

যতখানি নালিশ ছিল
দোষ ছিলনা
কখনো বন্ধুর কাছে
বন্ধুর হয়ে ওঠে কথা, সঠিকানা ভুলে।

পাখি নক করলো না
তো নিখিল হলোনা জানালা
চন্দ্র আর মল্লিকার দায় নেই ফুটে ওঠবার
জিজ্ঞাসারা কোনো ফুটনোট রাখলোনা

মজলিশহীন সময় একটু একটু করে
গুপ্তঘাতকের পোশাকে সাজে...

দিনের শেষ যাম কি ধরে ফেলবে
             সান্ধ্য কথাকলমার কারচুপি...


********

*****

No comments:

Post a Comment