অবর্তু
ফেসবুকে অলোক সরকার নামেই চেনেন বন্ধুরা যদিও সরকারি নথিপত্রে অলোক বরন সরকার। মাঝখানে 'বরন' ঢুকে পড়ল কিভাবে সে নিয়ে মাথা ঘামান সচরাচর। বর্তমান ঠিকানা বাসন্তী; দক্ষিণ 24 পরগনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত (সাহিত্যে এম.এ)।
ক্লাসের বাইরে থাকা কিংবা দেরি করে ঢোকায় অদ্বিতীয়। কম উপস্থিতির জন্য দুদুবার নন-কলেজিয়েট হয়েছেন। বোহেমিয়ান যাপনই বেশি পছন্দ। খরচ করে সিগারেট খান না, মাগনায় পেলে যদিও ছাড়েন না কখনও। বাকচাতুরীর কারনে বান্ধবীমহলে ফেমাস। তবে ইংরেজী ও হিন্দী বলায় কুপন্ডিত। কিন্তু দেশি-বিদেশি সব কবিতা নিয়েই চর্চা করতে, আলোচনা করতে ভালোবাসেন। কবিতার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতেও দ্বিধা করেন না। পরিক্ষা-নিরীক্ষামূলক কবিতা বিষয়ে আগ্রহী এবং অনুসন্ধিৎসু। ভালোবাসেন ঘুরতে- সাতটাকায় সুন্দরবন টু শান্তিপুর ঘুরে আসার অবিশ্বাস্য রেকর্ড রয়েছে। এইবয়সেই বন্ধুদের সঙ্গে একটি যৌথ সন্তানের পিতা- বর্তমানে "তাবিক" পত্রিকার সম্পাদক। "ছায়াশিকার অথবা রুপকথার বালিশ" তার প্রথম কবিতাগ্রন্থ।
বি.দ্রঃ- কবিতা লেখেন "অবর্তু" নামে। এ নামের পিছনে একটি গল্প লুকিয়ে। কিন্তু সে অন্য গল্প।
******* |
No comments:
Post a Comment