কবিতা : সাধারণ বিভাগ
বোষ্টমী বিষাদে
সৃজনের আগে যেমন একা ছিল পৃথিবী
আর নীল নীলিমায় একলা আকাশ
অথবা সব ভুলে যে শূন্য কবিতা
তার থেকেও শূন্যতা নাগরিক ব্যস্ততায়
বোষ্টমী বিষাদের মন্দবাসা
চাইলেই যদি চলে যাওয়া যায়
তবে কীভাবে বাঁচবে রঙীন কষ্ট ?
অভিনয় , অভিনয় আর অভিনয়টুকু নিরন্তর
উদ্বাস্তু সুখে অবান্তর
শৈশবের বাজি ধরে যৌবন জলাঞ্জলি
ক্যালেন্ডারের বাঁকা চাহনীতে সব লগ্ন তো শুধুই ভনিতা মামুলী
সৃজনের আগে যেমন একা ছিল পৃথিবী
আর নীল নীলিমায় একলা আকাশ
অথবা সব ভুলে যে শূন্য কবিতা
তার থেকেও শূন্যতা নাগরিক ব্যস্ততায়
বোষ্টমী বিষাদের মন্দবাসা
চাইলেই যদি চলে যাওয়া যায়
তবে কীভাবে বাঁচবে রঙীন কষ্ট ?
অভিনয় , অভিনয় আর অভিনয়টুকু নিরন্তর
উদ্বাস্তু সুখে অবান্তর
শৈশবের বাজি ধরে যৌবন জলাঞ্জলি
ক্যালেন্ডারের বাঁকা চাহনীতে সব লগ্ন তো শুধুই ভনিতা মামুলী
**মাটিহারা**
হাদিস পুরান বাইবেল
মাটির খোঁজে আমি দেশহীন
এক মুঠো ভাত একটা চাল
ফুল না গন্ধ না
ঈদ পুজো সান্তাক্লজ কিচ্ছু না
-না কাম ও না
ফোরাত থেকে নাফা, শরীর ছেঁড়া রক্তস্রোত
আমায় করেছে বিমুখ।
আরাকান বা সিরিয়া
রোহিঙ্গা বা বেদুঈন
আমার খিদের ও কি তবে নাম হয়?
আর আমার হারিয়ে যাওয়া মাটির।
অনাহারী পাকস্থলীর পচা গন্ধ কিন্তু
বাতাস ঠিক বয়ে নিয়ে যাবে তোমার দরজায়
ঘুমোতে পারবে?
হাদিস পুরান বাইবেল
মাটির খোঁজে আমি দেশহীন
এক মুঠো ভাত একটা চাল
ফুল না গন্ধ না
ঈদ পুজো সান্তাক্লজ কিচ্ছু না
-না কাম ও না
ফোরাত থেকে নাফা, শরীর ছেঁড়া রক্তস্রোত
আমায় করেছে বিমুখ।
আরাকান বা সিরিয়া
রোহিঙ্গা বা বেদুঈন
আমার খিদের ও কি তবে নাম হয়?
আর আমার হারিয়ে যাওয়া মাটির।
অনাহারী পাকস্থলীর পচা গন্ধ কিন্তু
বাতাস ঠিক বয়ে নিয়ে যাবে তোমার দরজায়
ঘুমোতে পারবে?
সন্দীপ ভট্টাচার্য্য মুম্বাই থেকে কবিতা দিয়ে ছোঁবার চেষ্টা করি বাংলা কে।আমি কবি না। তবে সব প্রেমের প্রকাশ আর সব প্রতিবাদের হাতিয়ার খুঁজে পেতে চেষ্টা করি কবিতায়। ******** |
বেশ লাগলো ।
ReplyDelete* তুমি ঈশ্বর বানাও ভেঙে কোন পাথর
তুমি হৃদয় বানাও ভেঙে কোন পাঁজর * ।