এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মধুমিতা ঘোষ


কবিতা : সাধারণ বিভাগ




আজ  রিক্ত 

আজ ফিরে গেলে তুমি তোমার আবর্তে -
বাজলো জয়ডঙ্কা  তোমার শহরে। 
আমার  গতিপথে নিস্তব্ধ অন্ধকারের অস্তিত্ব -  
আবার বরণ  করলাম আমার একাকিত্ম।  
এসেছিলে একরাশ তুফানী ভালোবাসা নিয়ে -
শব্দহীন সময় কাটালাম নিভৃতকোনে।  
তোমার্ চোখের তারায় ডুব দিয়ে -
মনের যে কথাগুলো বলেছিলাম ফিসফিসিয়ে ,
ভুল না যেন দিন কেটে গেলে। 
স্মৃতির দৃশ্যপট ভাসে আজ নক্ষত্রহীন আকাশে -
তোমায় আগলে রাখতে চাই পারম আদরে। 
অনেক ত্রুটির মাঝে মুগ্ধ আবেশে। 
আমায়  বন্দি করো  তোমার অমোঘ টানে -
পূর্ণ করো গভীর চুম্বনে। 
অপেক্ষার রাজপথে রইলাম হৃদয়ের উত্তাপে -
একটা প্রশ্নের উত্তর খুঁজি ঝাপসা দৃষ্টিতে ,
সবার আছে ভালোবাসার রাত -
তবে আমাদের নেই কেন ?



রামধনু
পাহাড় চূড়ার রোদ্দুর দিলাম তোকে 
নীরব মনে গভীর আবেশ দিলাম ঢেলে
চাঁদের আলোর রাতে  তুই শুধু সম্বল 
রজনীগন্ধার মালয় সাজাবো কুন্তল 
পুরোনো কবিতার লালখাতা  দিলাম তোকে 
খাতার প্রতিপাতায় নিংড়েছিলাম  নিজেকে 
সর্ষেক্ষেতের কুয়াশামাখা হলুদ সর্ষে দিলাম তোকে 
আকাশের পাখি হয়েও বাধবো বাসা তোর বুকে 
মনিকোঠায় জমানো ব্যর্থতার কালো মেঘ 
তোর তপ্ত নিশ্বাসেই গোলে পরবে  শেষমেশ
বাধনহারা সমুদ্রের ঢেউ দিলাম তোকে জোৎস্নারাতে 
অবরুদ্ধ ক্রন্দন  ভাসালাম  তোর বিজয়রথে 
তোর জীবনের সম্পূর্ণ চাকাটা 
জুড়ে দিলাম আমার অসম্পূর্ণ  রথের  চাকায় 
অন্ধকারের অজানা পথ পেরিয়ে 
ছুটবো দুজন নতুন আলোর দিশায় l l 

মধুমিতা ঘোষ
২২/১, গোপী কৃষ্ণ গোস্বামী রোড ,
পোস্ট অফিস : ভাটপাড়া
জেলা : উত্তর ২৪ পরগণা 
পিন কোড : ৭৪৩১২৩
পশ্চিম বঙ্গ

*********

No comments:

Post a Comment