এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রুমেলা দাশ



কবিতা : সাধারণ বিভাগ

'সময়'
বাসা বেঁধেছে
এক সরীসৃপ
কালো,লকলকে চেরা জিহ্বায়
গ্রাস করছে গোটাপথ।
মাথা তুলছে
পাপ,অবিকৃত পাপ
কুরে খাচ্ছে ধর্মীয় পদাবলী।


শাণিত রাজা-রা
চর্চায় নীতিতে
রাম,রহিমের কোরাস বেঁধে
প্রশস্ত করছে দ্যাখোনদারী
একটু,আর একটু এগোলেই
গন্তব্য
নিকষ মাথা নিচু,
চোখ বুজে নয়-
মেলতে হবে; আরো সাহস
স্পষ্ট হোক মানবিকতা
একত্র মানবিকতা।।

চিত্রাঙ্কন

সাদা কালোর ইতিকথা

রং বদলের একটা সকাল
*********
রুমেলা দাস।
রবীন্দ্রভারতী বিশ্ব-বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী।নেতাজি সুভাষ মুক্ত বিশ্ব বিদ্যালয় থেকে জার্নালিজম এ ডিপ্লোমা স্নাতকোত্তর।বেসরকারি কিছু নিউজ চ্যানেলে সংবাদপাঠক হিসাবে কাজ।
বর্তমানে কলকাতার বাইরে।সাহিত্যের সাথে যুক্ত।
কলকাতা 24*7ওয়েব ম্যাগাজিন,বাঁকুড়া থেকে প্রকাশিত ওয়েব অন্তর্বর্তী শুন্যতা, ফেরারি ওয়েব,এখন তরঙ্গ,অর্বাচীন পত্রিকা সহ বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা,গল্প প্রকাশিত।প্রচ্ছদ অঙ্কন অর্বাচীন পত্রিকা ও বারণিক প্রকাশনার বিভিন্ন সংকলনে।
সদ্য আগত বর্ধমান লিটিল ম্যাগাজিনে প্রকাশিতব্য প্রেমের গল্প সংকলনে গল্পের স্থান।
আরো কিছু গল্প,কবিতা,প্রবন্ধ,প্রচ্ছদ প্রকাশের অপেক্ষায়।


অনুপ্রেরণা-একমাত্র কবিগুরু।

*******

No comments:

Post a Comment