কবিতা : সাধারণ বিভাগ
'সময়'
বাসা বেঁধেছে
এক সরীসৃপ
কালো,লকলকে চেরা জিহ্বায়
গ্রাস করছে গোটাপথ।
মাথা তুলছে
পাপ,অবিকৃত পাপ
কুরে খাচ্ছে ধর্মীয় পদাবলী।
শাণিত রাজা-রা
চর্চায় নীতিতে
রাম,রহিমের কোরাস বেঁধে
প্রশস্ত করছে দ্যাখোনদারী
একটু,আর একটু এগোলেই
গন্তব্য
নিকষ মাথা নিচু,
চোখ বুজে নয়-
মেলতে হবে; আরো সাহস
স্পষ্ট হোক মানবিকতা
একত্র মানবিকতা।।চিত্রাঙ্কন
সাদা কালোর ইতিকথা |
No comments:
Post a Comment