এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অর্ঘ্য দে


কবিতা : কবিতার ল‍্যাব



টেক্সটলেস কবিতা -১

এসেছিলাম আঠা নিয়ে, মুখে ছিল থুথু , ছেঁড়া কবিতার পাতা জুড়ব বলে। কেউ আমার আগে চুরি করে নিয়ে গ‍্যেছে।


টেক্সটলেস কবিতা- ২

ছদ্মবেশে এসেছি। কথা দিচ্ছি- একটা ছোট্ট চুমু খেয়েই চলে যাব স্বেচ্ছানিরুদ্দেশে। কাকে বললাম, কে শুনলো ?

অর্ঘ‍্য দে
পিতা: শিবনাথ দে
মাতা: প্রয়াতা শ্যামলী দে

নিবাস: চুঁচুড়া, হুগলি।
পেশা: ফিজিওথেরাপি
শখ: গান, কবিতা, ফটোগ্রাফি।

*******

No comments:

Post a Comment