কবিতা : সাধারণ বিভাগ
দূরত্ব
দীর্ঘতর রাতগুলিতে কোনো ছাদে তারা নামেনা।
ঠায় দাঁড়িয়ে থাকা আলোগুলির মধ্যেকার
দূরত্ব বাড়ে।
অথচ কাছে আসাটা খুব প্রয়োজন।
একসময় দীর্ঘশ্বাসগুলিও অচেনা শহর খুঁজে নেয়।
মেথীরঙা বাড়িটার গলিপথে জল জমে,
বয়ে যায় প্রেমিকার নাকছাবি,
তারপর ব্যস্ত সাইকেলে ঢেউ ভেঙে নদীসড়কে।
কাছে আসাটা খুব প্রয়োজন__
জল ভেঙে
রোদ মেখে
রাত ছুঁয়ে
কাছে না এলে তো আগুন জ্বলবে না।
আঁধারের আড়ালেই পথ সরে যায়,
কুয়াশার মোহে ধ্রুবতারাও দিক ভুল করে বসে।
দীর্ঘতর রাতগুলিতে কোনো ছাদে তারা নামেনা।
ঠায় দাঁড়িয়ে থাকা আলোগুলির মধ্যেকার
দূরত্ব বাড়ে।
অথচ কাছে আসাটা খুব প্রয়োজন।
একসময় দীর্ঘশ্বাসগুলিও অচেনা শহর খুঁজে নেয়।
মেথীরঙা বাড়িটার গলিপথে জল জমে,
বয়ে যায় প্রেমিকার নাকছাবি,
তারপর ব্যস্ত সাইকেলে ঢেউ ভেঙে নদীসড়কে।
কাছে আসাটা খুব প্রয়োজন__
জল ভেঙে
রোদ মেখে
রাত ছুঁয়ে
কাছে না এলে তো আগুন জ্বলবে না।
আঁধারের আড়ালেই পথ সরে যায়,
কুয়াশার মোহে ধ্রুবতারাও দিক ভুল করে বসে।
দুপুর
শ্যাওলা ধরা দুপুরগুলিতে ঘড়ির কাঁটা বৃদ্ধ হয়ে যায়।
গড়িয়ে চলা রাস্তার ধারে কোথাও ছায়া খুঁজে পাওয়া যায় না,
কিংবা জলের কল, এগিয়ে গিয়ে বাঁক__
শব্দেরা যতবার ভেঙে একটা কথাকে জোড়া লাগায়,
ততবার কলমের জেদ বেড়ে যায়।
বেড়ে যায় দুপুরের উত্তাপ,
মানুষ কথা বুনতে শেখে।
আলসে ঘরের কোণে আলোরা মুখ লুকিয়ে থাকে
ধরা পড়লেই হারিয়ে যাবার ভয়।
আকাশকুসুম স্বপ্নে বাতাসের প্রেমে পড়ে ভিজে শাড়ি
চুপ-চোখে কাটাকুটির হিসেব।
এইসময় দরজা খুলতে নেই।
শ্যাওলা ধরা দুপুরগুলিতে ঘড়ির কাঁটা বৃদ্ধ হয়ে যায়।
গড়িয়ে চলা রাস্তার ধারে কোথাও ছায়া খুঁজে পাওয়া যায় না,
কিংবা জলের কল, এগিয়ে গিয়ে বাঁক__
শব্দেরা যতবার ভেঙে একটা কথাকে জোড়া লাগায়,
ততবার কলমের জেদ বেড়ে যায়।
বেড়ে যায় দুপুরের উত্তাপ,
মানুষ কথা বুনতে শেখে।
আলসে ঘরের কোণে আলোরা মুখ লুকিয়ে থাকে
ধরা পড়লেই হারিয়ে যাবার ভয়।
আকাশকুসুম স্বপ্নে বাতাসের প্রেমে পড়ে ভিজে শাড়ি
চুপ-চোখে কাটাকুটির হিসেব।
এইসময় দরজা খুলতে নেই।
অর্পিতা সরকার 37/3 Selimpur road Po Dhakuia Kol 31 ********* |
No comments:
Post a Comment