এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

জয় চক্রবর্ত্তী


কবিতা : সাধারণ কবিতা



একটা কথা বলব?

একটা কথা বলব বলে ডেকেছিলেম তোকে
কথারা আমার হারিয়ে গেল দৃষ্টি বিভোর চোখে
চোখে কথার হাতছানি আর ঠোঁটের কোনেতে ভাষা
জীবন মানে কি চাওয়া আর পাওয়া? শুধুই যাওয়া আসা?
এসেছিলি কি চলে যাবি বলে? বলিসনি তো আগে
তোর স্মৃতি আজ বুকের পাঁজরে নিশুতি রাত জাগে
রাত নেমেছে মনের অতলে বহুযুগ পার হলে
আমিও সকাল হলাম নারে তুই আজ নেই বলে
তোরই ঠিকানা পেয়েছে কথারা শুধেছি তাদের ঋণ
আমার ঠিকানা আজও অধরা আমাতেই তা লীন
রাতজাগা চোখ ক্লান্ত ধুসর, ফিরে আসে না সে দিন
আজও কেটে যায় আমার দুবেলা, রাত নিদ্রাহীন
বুকের পাঁজরে মুখ রেখে বল এসেছিলি কেন সাথে?
পেয়েছিস কি? চেয়েছিলি যা পৃথিবীর কক্ষপথে
হেঁটে চলে যাই আমিই একাকী সভ্যতা থেকে দুরে
যেখানে আজও আদিম মানুষ জীবনের পথ ধরে
ঘুরেছি অনেক পাহাড় সাগর, দূর থেকে বহুদূর
দিয়েছে আমায় অনেক কথা আগুন আর রদ্দুর
বুকের পাঁজরে পাহাড় ভেঙেছে, গুঁড়িয়ে গিয়েছে ঢেউ
জীবনের বাজী হার হয়ে গেল, কথা রাখল না কেউ।



যদি পোড়াবি আমায়

যদি পোড়াবি আমায়
তবে কেন আতর দিয়ে রাখিস
যদি হারাবি আমায় তবে কেন ভরসা দিয়ে থাকিস
মেঘ রোদ্দুর লুকোচুরি খেলা
ডোবায় ভাসায় বেলা অবেলা
খেলা যদি তোর সাঙ্গ হল রইলি কেন পড়ে
মানব জমিন সঙ্গে নিয়ে হাভাতেরা কেঁদে মরে।
যাবার বেলা ডাক দিয়ে যাই আয় একসাথে চলি
জীবনের কথা, মনের ভাষা, চল একসাথে বলি
তা যদি না হয় বুঝব তোর রক্তের রং নীল
রক্তকরবী সুরভী ছড়ায়, ডাক দেয় অনাবিল
যাবি যদি চল একসাথে চলি
জীবনের কথা একসাথে বলি
তা যদি না হয় –
চলে যাব আমি দূর থেকে বহুদূরে
যেখানে আমায় পুড়তে হবে না আগুন কি রোদ্দুরে।

জয় চক্রবর্ত্তী

********


No comments:

Post a Comment