এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শৈবাল পাল


কবিতা : সাধারণ বিভাগ


এসো ঠিক আগের মতো

আমি অনেক কথা বলেছিলাম ,
তোমার শোনবার অবকাশ ছিল না ,
আমারও যে কিছু মত ছিল ,
তা জানবার কৌতূহল তোমার ছিল না ।
তোমার তো সবই ছিল , তবুও হারানোর আতংকে চলেছিলে যা আছে তা নিয়ে ,
এখন তো সবই হারালো , শুধু পাওয়ার অঙ্কই কষেছিলে নিজেকে ছাপিয়ে না গিয়ে ।
চেতনা হলেও পারলে কি বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিতে ?
এখন পথে এলেও , পারলে পুরনো বিশ্বাস ফিরিয়ে দিতে ?
আসবেই যদি , এসো ঠিক সেই আগের মতো ,
যখন তোমার সৌরভে সমস্ত ক্লান্তি দূর হোতো ।



ধর্ম - অধর্ম

শিক্ষিত হওয়ার যুক্তি দেদার ওই
মানব সভ্যতার উন্নতিরই স্বপক্ষে ,
বেড়েই চলে মানত করা সবার
ওই দেবালয়ের দেবতার উপলক্ষে ।
মুখে প্রগতিশীলতার বুলি আওড়ানো ,
হাতে ঝোলানো তাগা  মাদুলি ,
শাস্ত্রীয় বচন আউড়ে চোখে পরিয়ে দিতে চায় ধর্মের চশমার একটা ঠুলি ।
উন্নতির নামাবলি চাপিয়ে মন্দিরে
মসজিদে করে যথেচ্ছ ঘোরাঘুরি ,
ধর্মের নামে ধাপ্পা , যতো বুজরুকি ,
ধর্মের নামে যতো ইচ্ছা সুড়সুড়ি ।
কিছু ধর্মপ্রাণ" একদিনের না খেতে চাওয়া "
উপবাস যদি হয় ,
কিছু বুভুক্ষু মানুষের কাছে সে অনাহার
উপহাস একটা কি নয় ??/


*******

No comments:

Post a Comment