এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

চন্দ্রলেখা মহান্তী


কবিতা : সাধারণ বিভাগ


চিঠি....

অন্তশ্রী,কেমন আছো? কেমন আছে, তোমার
তানপুরা-সুর আঙ্গুলগুলো...
চোখে এতো কাজল ধেবড়ে আছে কেন !!
কালকে কেঁদেছিলে নাকি
শ্রী... তোমার চুম্বনহীন শুষ্ক, ঠোঁটে
মৃদু ছোঁয়াও কি খেলে যায় না ভাবনায়
প্রিয় মেরুন লিপস্টিক টাও তো লাগাও না আর !!

আকাশ গাছের মাঝে হারাও আজকাল ??
জানো,ট্রেনের জানালায়, সবুজ গাছের সরে যাওয়া
দেখতে দেখতে, অন্তশ্রী তোমার সেই দুতলার ঘরে
হৃদয় দোলানো, গানটা,
"মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো"
আমি এখনো শুনতে পাই, বলো, শিউলি ঝরা
কোন্ অভিমানে, গান গাইলেনা আর !!

আমি তোমাকে, হৃদয়-অসীমতায় খুঁজি অন্তশ্রী
তুমি নিজেকে, সীমায় বেঁধে রাখো
আমি শুধু, ঝিনুক এনামেলে চাঁদের তৈলচিত্র আঁকি
তুমি, অন্তর্লীন পেলবতায় অশ্রুতে স্বাতী নক্ষত্রের
মুক্তো জমিয়ে রাখো...

এসো...আজ অনেক অনেক, সহস্র, অযুত কথা বলি
কথায় কথায় ভরে যাক আকাশ বাতাস, নদী,
সব শৃঙ্খল-জড়তা ভেঙ্গে, তুমি এসো,
আমিও রঙকরা শক্ত খোলার টুকরোগুলো
উড়িয়ে দি অসীম শূন্যতায় l


"ফের- দেখা"

আপ-ডাউন, দুটো ট্রেন
একান্তে... পাশাপাশি
তীব্র হৃদয়, ঝাঁকুনিতে
বিপরীত গতিতে, হারিয়ে যায়...

দুটো মন, দুটো অস্তিত্ব জানলায়
চোখাচোখি একে অপরকে
খোঁজেনা, নাকি খোঁজে !!

মাঝে শুধু ,দহনের নীরব সাক্ষী
অসীম জাড্যতায়,নির্বাক রেল লাইন l
চন্দ্রলেখা মহান্তী
কোলকাতা
শখ : লেখালেখি
*****

No comments:

Post a Comment