কবিতা : সাধারণ বিভাগ
ব্যর্থ প্রেম
মনের সব স্বপ্নগুলো লুকিয়ে নীল খামে,
ভেবেছিলাম দেব বেচে অনেক কম দামে।
বুকের মাঝের শূণ্যতা আজ মোমকাগজে লেখা,
তোমার আমার প্রেমের ভাষা নীরবতায় মাখা।
চাঁদের জোছনা ঝরেছিল সেদিন নিঝুম রাতের তারায়,
পারবি না আজ বাসতে ভালো মুক্তো খোলা হাওয়ায়?
চোখের পাতায় ঘুম জমেছে,স্বপ্নেরা দেয় ফাঁকি,
মন আমার চায় না হতে তোর খাঁচারই পাখি।
হয়ত আমার এ জীবনে কান্নাটুকুই ভালো!
তুই রাতজোনাকি হয়েও পারিসনি ছুঁতে আলো।
মৃত্যুর ছায়া
সামনেই অন্ধকূপে পিচ্ছিল পথ,
শীতের রাতে ক্লান্ত শরীর
ছুঁয়ে যায় এক প্রগাঢ় নিঃশ্বাস।
সামনেই চোখে পড়ে অসংখ্য মানুষের ভীড়;
না কোনো শোভাযাত্রা নয়;শবযাত্রা।
চারিদিকে মৃত্যুর বিলাপ,
শুনতে পাই নিজের ক্ষীণ পদধ্বনি,
চমকে উঠি,মৃত্যুর নিঃশব্দ ধ্বনি প্রতিধ্বনিতে।
ক্লেদাক্ত হিমেল শরীরে উন্মুক্ত শীতের ধূসর রঙ!
মৃত্যু আমরণ আমায় ছুঁতে অপ্রস্তুত...
চোখে শুধুই খোঁজ,
চোখের শুষ্ক জল পারেনি তোমার গাল ছুঁতে;
না মৃত্যুকে আর অবাঞ্ছিত সংলাপে ভেজাতে সাধ হয় না,
স্বপ্নের চিতার ওপর অনিবার্যতার এপিটাফ।
দীপশিখা চক্রবর্তী কবি পরিচিতি : নিজেকে কবি বলাটা হয়তো ঠিক হবেনা।মন থেকে যা পারি,শুধু লিখে যাই।কবিতা আমার ভালবাসা। ******** |
No comments:
Post a Comment