এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবব্রত ঘোষ মলয়


কবিতা : সাধারণ বিভাগ



পালটে যায় বন্ধুরাও

সবকিছুর মতোই জীবন পালটে যায়
বন্ধুরাও।
একদা গলাজড়ানো প্রাণাধিক প্রিয় বন্ধুর জন্য
বরাদ্দ মাত্র পাঁচ মিনিট — ওজন চল্লিশ কেজি
কিছু দূরের বন্ধু এখন আশি কেজি সুতরাং
বরাদ্দ তো বাড়বেই — পনেরো মিনিট।
সাত বেঞ্চের তফাতে ছিল যে, কোনদিন ভাগ
হয়নি টিফিন, গলাজড়ানো তো দূরঅস্ত
আজ কিন্তু বরাদ্দ সারাটা দিন
কিছু গদগদ মিঠে কথা আর অদৃশ্য হাতকচলানো
কেননা, কেননা ওজনে সে একশো চল্লিশ
ইলিশ কিংবা পমফ্রেট
সেও তো বিকোয় পাল্লাদরেই
তা বলে বন্ধুত্ব?
মাপ কি গলার স্বর্নশিকল?
আসলে
সবকিছুর মতোই জীবন পালটে যায়
বন্ধুরাও।




সাধারণ

আকস্মিক ইন্দ্রপতন? মহীরূহ ধরাশায়ী?
কেউ ভূষিত করবে না এসব অভিধায়
ঝরাপাতা উড়ে যায় দূরে
ধূলোমাটি কেই বা মনে রাখে?
অকস্মাত হবে কি বিদায়, পথমধ্যিখানে
স্বজন বান্ধব প্রিয় বলে কেউ থাকবে না পাশে।

হলুদ বনের ফুল ফুটে থাক অনাদরে
কিছু পাখি ডানা মেলে সকলের অগোচরে
অথচ কদর পায় খাঁচার ময়না
দেবস্পর্শে জাতে ওঠে হলুদ গাঁদা
তবে কেন বাদ যাবে মানবসমাজ?
অস্তিত্ব বিলোপ করে সেলেবপূজায়।

নিজেকে নিজেই যদি সাধারণ করো
উঁচু মাথা দেখলেই হও অবনত
তবে তো যাবেই মুছে
অকস্মাত পথমাঝে
কেঁদে কি লাভ বলো এই অপমানে
তফাতের শিরদাঁড়া দেখি না কোথাও।

তাই মেনে নাও, ক্ষুদ্র হতে হতে
প্রতিদিন মরে যেতে যেতে যদি
বেঁচে যেতে একদিন
কুঁজো থেকে সটান
হয়তো পেয়েই যেতে, পথমধ্যিখানে
এক ফোঁটা অশ্রুজল, চূড়ান্ত গন্তব্যে।

******

দেবব্রত ঘোষ মলয়
সম্পাদক, ইলশেগুঁড়ি পত্রিকা
১৮/১/১/২, নবনারিতলা ১ম বাই লেন
বাকসারা, হাওড়া ৭১১ ১১০

No comments:

Post a Comment