এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুজিত মান্না


কবিতা : সাধারণ বিভাগ



প্রথম পথ খোঁজার স্বাদ

আমি যখন আনন্দে থাকি
ঘাসেদের মাথায় মাথায় পাখিরা খেলা করে

আমি বুঝতাম না , আরো কতবার ঘনিষ্ট হওয়ার স্বপ্ন দেখলে
আমি বাদামের মতো  
                                       খোসার প্রেমে পড়বো

এতদিন নিজেকে ভিজিয়ে দিয়েছি বলে
শেষ কবে খুশি ছিলাম , ছায়া সরিয়ে বুঝতে পারি না

আমারও যে হৃদয় থাকতে পারে
তোমার ছড়িয়ে দেওয়া হাত থেকে বুঝেছি এতদিন

মনে মনে তোমার মুখোমুখি দাঁড়িয়ে যাই
সাজিয়ে তুলি কঠিন বৃত্তরেখা
হয়তো এখানেই আমাদের সৃষ্টি লেখা আছে

সুজিত মান্না ।

জন্ম ২৩শে সেপ্টেম্বর ১৯৯৭ ,

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খাসবাড় নামক গ্রামে ।

এখনো নিজস্ব কোনো বই প্রকাশ হয়নি । অন্তহীন নামে একটি ওয়েবজিন সম্পাদনা করেন।

ভারত ছাড়াও আরো চারটি ভিন্ন দেশের বাংলা পত্রিকা এবং সংবাদপত্রে কবিতা প্রকাশ হয়েছে এবং নিয়মিত বেরোচ্ছে । এই মুহূর্তে ইংরেজির ছাত্র । কবিতাতেই বিচরণ বেশি । এছাড়া কিছু গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়।


*******

No comments:

Post a Comment