কবিতা : সাধারণ বিভাগ
হঠাৎ দেখি সব শব্দরা নিরুদ্দেশ
খুঁজতে গিয়ে হাতড়ে আনি ,পুরোনো বিকেলের কিছু পড়ে থাকা ছিন্নভিন্ন শব্দ।।
রক্তাক্ত ,ক্ষতবিক্ষত।
ফিরে এলাম,আনা হলোনা কিছুই।
সব আজ অস্তমিত সূর্যের ইশারায়,ডুবছে পশ্চিমের অতলে।
ফিরে আসবেনা আর পরের ভোরবেলায়।
খুঁজতে গিয়ে হাতড়ে আনি ,পুরোনো বিকেলের কিছু পড়ে থাকা ছিন্নভিন্ন শব্দ।।
রক্তাক্ত ,ক্ষতবিক্ষত।
ফিরে এলাম,আনা হলোনা কিছুই।
সব আজ অস্তমিত সূর্যের ইশারায়,ডুবছে পশ্চিমের অতলে।
ফিরে আসবেনা আর পরের ভোরবেলায়।
হৈমন্তী বিকেল
হৈমন্তী বিকেল কথা বলে না আর।অভিমান জড়ানো ঘোমটায় ঢাকা তার মুখ.....
ফিরে আসায় বিশ্বাসী সে আজ ও,"যদি" "আবার" "কখনো " র ভরসায় চেয়ে থাকা
নত মুখ,চেনা প্রতীক্ষা... আচমকা ডাকে ফিরে তাকানো
হটাৎ উড়ে আসা চিঠি,নীল খামে ভরা অবিশ্বাস এর হিসেব নিকেশ।
খেলা তো হয়নি শেষ!
পুরোনো প্রেম রাত জাগায় আজ ও...
রাতের তারা জানে সমস্ত অভিযোগ।
চিত্রাঙ্কন
******
পিয়ালী সাহা
|
No comments:
Post a Comment