এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবযানী বসু


কবিতা : কবিতার ল‍্যাব


কাঁটায় কাঁটায় দুপুর

তরতরিয়ে বাওয়া তরুণ
পাঁচশ দিনের বছর  
দম দিলে ঘোরে
ভালোবাসা ছাগল বলি  সব তরুণের
মোটরগাড়ি ওর শাড়ি
পোড়া ধাতুর চুড়ি
প্রতিদিন আমাদের স্টোভ ফাটে
ঢালাও বিক্রি চলছে ছন্দ উপমা
ফুটপাথে পুরানো সিডিতে
টান্টানা নানা নানা নানা ঞও


প্রশ্নাত্মা

ছবি সরালেও প্রশ্ন বাড়ি থেকে যায়
লড়াই রাসায়নিক মাখি ও খাই
বাড়িভাঙা সূর্য মরা পাখির মালা গলায়
এপার ওপার চিরছে গাছের গা
মস্তিষ্ক হাতে হাতে বোনা সোয়েটার
অন্বেষণ মৌলকণা কথায় কোথায় রাখি
ফুল্লরার ডেঙ্গিজোনে আছি বারোমাস


ক্রিয়াত্মক

গলা ধরেছে চাঁদ ও নদীর চেঁচিয়ে চেঁচিয়ে
ডিমের কুসুমের কু আর সু সারাদেশে
ব‍্যাখ‍্যা ব‍্যাখ‍্যা ব‍্যথা
কুসুমের সুমিত হাত ধরাধরি স্তনধরা যুগল
যুগল'স মিষ্টান্ন ভাণ্ডার
বিশেষণ রাখবো কোথায়
রয়ে যায় সময়ের উম তেই তাত্তা যাত্রা
ওমের ডাকে
স্তনের এক পা রাস্তায় অন‍্য পা ট‍্যাক্সিতে
পাইকারি বাজারে বিক্রিত আমাদের ক্রিয়াপদ

দেবযানী বসু
ড‍্যাফোডিল গ্রিনস।
১৭, চন্ডী ঘোষ রোড
কোলকাতা---৪০
৮৯৮১২৭৬৮৬৪

শূন্য দশকের কবি। কৃত্তিবাস প্রতিভাস কবিতাক‍্যাম্পাস ধ্রুবতারা  থেকে কবিতার বই প্রকাশিত হয়েছে।

********

No comments:

Post a Comment