কবিতা : সাধারণ বিভাগ
ভ্রমণ
যেখানেই যাই
একে একে ঠোঁটে তুলে নিয়ে যাই
পরিযায়ী মন, শরীরী যতন
যাবতীয় খুঁটিনাটি --
টুথব্রাশ , চিরুনি ,
প্রিয় সাদা ফুল
যতটা পারা যায় নির্ভুল।
এবারেও সব....
তবু আনা হয়নি
চেনা হাতছানি
বিনিময়ে কুশল প্রত্যুষ।
পারিজাত সুখ
ঈশ্বরের মৃত্যু হয়েছে ভেবে
যেদিন কান্নায় ভেঙে পড়ে মানুষ,
সেদিনও আমি কলসি কাঁখে
নাইতে গেছি পূর্ণিমা তালাও - এ।
সে অনেক জন্ম আগেকার কথা।
তখনো ডানায় পালক ছিল না ,
খোঁপায় ছিল না আকাশের আলো।
শিকল বেজেছিল রিনিরিনি
শুধু। মৃত ঈশ্বর শুনতেও পাননি।
অথচ , আজ যখন সবিশেষ জ্ঞাত
ঈশ্বর দুহাতে বাঁধেন আমার চুল
আর আমি জল আনতে যাব ব'লে
পা বাড়াই ,লক্ষ্মণরেখা টেনে স্থির
ঈশ্বরও শুনতে পান নির্বাক নিক্কন॥
মালবিকা হাজরা। নিবাস --- বার্ণপুর , প: বর্ধমান পেশা ---- শিক্ষকতা । ****** |
No comments:
Post a Comment