এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বানী অভিজিৎ


কবিতা : সাধারণ বিভাগ


মুখ ও মুখোশ
************
মুখটা যেমন ভীষণ সত্যি
জেনো, মুখোশ খানাও সত্যি,
একথাটির মধ্যে কিন্তু
মিথ্যে নেই একরত্তি।

মুখোশ খানা মুখের ওপর
আঁটা ছিল দরকার,
তাই হয়তো খোঁজ পড়ল
বাজারখানা ঘুরে তার।

মুখ যে কখন্ কথা বলে
কখন্ মুখোশ খানা–
কোনটা সত্যি কোনটা মিথ্যে
ঠিক যায়না জানা।

একটা মনের মধ‍্যে থাকে
অনেকগুলো মন,
একটা চলে বীরদর্পে
আরেকটির মুখ চুণ।

একটা মানুষ হয়না মনে
একাই একটা মানুষ,
একটি হয়তো তারার আলো
আর এক খানা ফানুস।

কোন মনটা সত্যি মানুষ
নিজেই হয়তো জানে না,
অহঙ্কারের পর্দা চোখে
সত্যি টাকে মানে না।



নদী কথা
********
নিষ্ঠুর আঘাতে আমার হাসির ঝরণা ধারাকে মুছে দিলে তুমি।
আমাকে মেরে ফেলতে চাইলে তোমার কঠিন বাঁধনে।
আমাকে গতিরুদ্ধ করে দিলে আমার বুকে পাথর নিক্ষেপ করে ক্রমাগত।
আজ আমি গতি হারা এক নদী।
আমার বুকে জমে আছে শুধুই বালি আর বালি-----
তার মাঝখান দিয়ে বয়ে যায় কান্নার মতো কিছু ধারা।
কিন্তু সময়, সে যে বড়ই বলবান।
বালি জমতে জমতে একদিন তা পাহাড় হয়ে উঠবে,
ভাসিয়ে দেবে একূল-ওকূল, ছারখার করে দেবে শহর-গ্ৰাম।
সময় প্রকৃতির হাত ধরে চালাবে ধ্বংস লীলা।

তবে হারবে না মানুষ,আর মানুষের সত্য দৃষ্টি
মানুষ, মানুষের ভালোবাসা একদিন
গড়ে তুলবে সবকিছু নতুন করে
পৃথিবীর বুকে শুভকে ,
সুন্দরকে।

বানী অভিজিৎ ;
ভদ্রেশ্বর; হুগলী

******

No comments:

Post a Comment