এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

গোলাম কাদের


কবিতা : সাধারণ বিভাগ


ফুটপাত
         
এরা কাঁদে না।
তপ্ত রৌদ্রে এদের পিঠের চামড়া
গন্ডার কেও হার মানাবে।
লাঞ্ছনার গ্লানি ফুল হয় বৃষ্টির ছন্দে
দিনরাত!
হাড়শক্ত দেহে আঁকড়ে
জয়-পরাজয়ের নিটোল বুনন।
কাকভোরের দল শয্যায় খুশি,
পালাবদলের ইতিহাসেও এরা অটুট।
তোমার- আমার চরণ মাপা ধুলিতে
এরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকার
অঙ্গীকারবদ্ধ!
ঘোর অমানিশার নিত্য কোলাহলে
জর্জরিত, তবু ক্লান্তি নেই
মন আর মানুষে বিসদৃশ ফারাক,
ধর্ম- বর্ণ, নারী-পুরুষ,সাদা-কালো
এক শয্যায় সমান।
নিরন্ন মানুষের দীর্ঘ লাইন
বুকের উপর অপরিসীম বোঝা
তবু মিলনের জয়গানে মুখর



তুমি আর তুমি নেই'

তুমি আর তোমার মধ্যে নেই!
নীরবে কত মাধূর্য অনাবিল স্রোতে
ভেসে উঠত তোমার মুখে
শ্রাবস্তীর অবয়বে!
তুমি আর তুমি নেই ।

দিনান্তে সূর্যাস্তের সাথে সাথে
তোমার মায়াবী বিচ্ছুরিত হাসি
আর দেখতে তো পাই না?
কষ্ট হয় ,
খুব খুব কষ্ট হয়-
তুমি আর তুমি নেই বলে!

প্রতিটা মুহূর্তে দরদী অনুভবে
তোমার প্রতিচছবি মায়ের সাথে তুলনা হত!
দায়িত্বের সাথে মমতাময়ী সেই,  
তুমি আর তুমি নেই ।

তোমার ঠোঁটেরা নিঃশর্তে
আত্মসমর্পণ করতে ইচ্ছুক।
আজ শুষ্ক ঠোঁটেও বড্ড অহংকার দেখি,
নির্লোভ চোখেরাও ইশারাবিহীন।
তুমি আর তুমি নেই বলে।

কথা দেওয়া হয়েছে অনেক,
অনেকবারই।
নির্জন সোনালী রাতে
কোলে মাথা রেখে
ঘুমিয়ে যদি পড়ি,
আর উঠবো না ঘুম থেকে!
হাজার হাজার বছর।
আবেশে আবেশে মুগ্ধ হয়ে
তোমার চুলের বিন্যাসে মুখ গুঁজে
প্রাণ ফিরে পেয়েছি বারবার ।
বুকের শেষ স্পন্দনটুকু
শুধু তোমার জন্য ।  
কিন্তু তুমি তো আর-
সেই আগের তুমি নেই ।


*******

No comments:

Post a Comment