এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

লক্ষ্মীকান্ত মণ্ডল


কবিতা : সাধারণ বিভাগ



সন্ধিপথ

আকাশের নৈঃশব্দ্যে ছায়াপথ আর চাঁদ
                            সাজিয়ে রেখেছি
              গাছ গাছালির সাত সমুদ্র
    নদীটিও ছুটে যায়       
হিম ছোপানো বল্কলে


অরণ্য শরীর নিয়ে সন্ধিতে ফোটে ফুল
                            সময় খণ্ড করে
                   বাজুক করতল     
             ধুলোর ছাপে সান্ধ্য বিভ্রম
প্রথমত - আজও আর্তনাদ বাজে


কে প্রজাপতি বা ঝর্ণা হরিণ
                          সব সংযম
                  পুড়ে খাক হওয়ার পূর্বে
        সুরভি গুলো ক্লান্ত
প্রদীপ জ্বালিয়ে আটকে দিই ইচ্ছামৃত্যুর
মাধবীলতা

সৌরতাপ নিয়ে তৃষ্ণার্ত পথিকেরা



উড়নচণ্ডী

দুপুরের কাছাকাছি খালটার নাম
                             উড়নচণ্ডী
                        বাঁশপাতা আর হাওয়ায়
             নিঃস্কাম ছেলেরা
    ধোঁয়ার ভিতর  সাঁকোর কাঠ
ঘোলাজলের স্রোতে হাত ডু্বিয়ে স্বপ্নিল

লেবু গন্ধ তবু অন্য কোথাও--
এখনো রোদ্দুর শিরীসের কলতান
                        নাব্যতায় হেঁটে যায়
              চুনিপিসি
        শিউরে ওঠে ধান
হাতের রেখায় ডিকোডহীন বলিরেখা

               অন্ধকার গিলছে ফাটল
প্রত্যাশার কুয়াশায় গোত্রহীন কচুরিপানা
                            সাদা ফুলগুলি
                        মাথাউঁচু
                 শক্ত চোয়াল
ছুটে আসে দখিনা হাওয়ার সাঁতারু দ্রাঘিমা

লক্ষ্মীকান্ত মণ্ডল।
বরদা, মোহাড়,

পশ্চিম মেদিনীপুর,  ৭২১১৬১;
মোবাইল - ৯৭৩৩৬০২৯০




No comments:

Post a Comment