এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুভব অর্ক


কবিতা : সাধারণ বিভাগ



কুয়াশার ডায়েরী

১।
শেষপাতায় বন্ধুরা মিশে আছে
স্ক্রিনপ্লে উত্তেজনায় লাইন থেকে লাইনে যায়
জানালারকাঁচ বেয়ে নেমে আসে
কুয়াশায় হ্যালোজেন চিরে স্নান করে
গতিসুত্রের সালোকসংশ্লেষ

২।
এইরকম শেষ দৃশ্যে পর্দা নামবে
উত্তেজনার দ্রুতি কমছে
টিফিন ব্রেক ছাড়াই
ছোট ছোট মাথাগুলি

অভিনয় চালু আছে চ্যারিটিতে
পথের ধারেই মাল্টিপ্লেক্স
এসি গুলোর পাশে বিদেশী সেডান গাড়ি
চাকা ঘুরছে
ঘুরেই চলছে

৩।
দেওয়াল  চিরে আসা নিশ্বাসের বাঁক গুলিতে
কোনো স্পিড ব্রেকার নেই
সিড়ির ঘরের কোনে পড়ে আছে ধুলোবালির দালান
মিটারবক্সে বন্দী ভীমরুল
গাছ দেহ কাটা পড়ে আছে
আর আমার বুক চিরে গেছে
হাইস্পিড রেল লাইন    সোজাসুজি

*******

ফটোগ্রাফি


শৈশব


উড়তে চাওয়ার ছবি
ঝুলন্ত প্রেম

ঝরা পাতার কাব্য

রেলপথের সেপিয়া ক্যানভাস

**********

অনুভব অর্ক

নামঃ অনুভব দে। ডাকনামঃঅর্ক। জন্ম ৬ ১১ ১৯৯৭। বেড়ে ওঠা ও বাসঃ জলপাইগুড়ি ইতিহাস সান্মানিক এর ছাত্র। মুল নেশা ফোটোগ্রাফি। অন্য নেশা লেখালিখি। জলপাইগুড়ি শ্যামলছায়া্র আড্ডা থেকে প্রকাশিত ই পত্রিকা 'জল্প' এর সম্পাদনার দায়িত্ব (অভিশ্রুতি রায়ের সাথে)। বর্তমানে জলপাইগুড়ি ফোটোগ্রাফিক আসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সহ মুখপাত্র। রেলপথ ও রেল ব্যাবস্থা চর্চায় আগ্রহী। ভারতীয় রেলপ্রেমী সঙ্ঘের সক্রীয় সদস্য। ছবি তোলার প্রিয় বিষয়ঃ প্রকৃতি,পাখী ও প্রজাপতি। লেখায় অণুগল্প।

******


No comments:

Post a Comment