কবিতা : সাধারণ বিভাগ
শক্তি
কাল সারা রাত টুপ টাপ বৃষ্টির মধ্যে তোর সেই,
ইচ্ছেটা আমায় আষ্টেপৃষ্ঠে।
জড়িয়ে ধরলো আবার ।
দূরে টগরের গাছে গাছে জমে ,
থাকে ভোরের স্নিগ্ধতা।
ভোরের প্রথম পাখি টা তার ঠোঁটে করে ,
কবে নিয়ে এসেছিল তোর ইচ্ছেটার কণা ।
সেই ইচ্ছে কণা আমার ভিতরে ঢুকে তোলপাড়, করে দিলো শরীর জুড়ে ।
আমার সারা শরীর শুধু ,
তোর ইচ্ছেটা হয়ে রইলো ,
নিঝুম চারদিক ।
শুনতে পাই ভোর পাখির ডানায় ।
বৃষ্টির শব্দ ।
টুপ ,টুপ ,টুপ ।
এই একটা ইচ্ছের জন্য আমি ,
বারবার সভ্যতার পতন দেখেছি ।
দেখেছি তুই বহু শতাব্দী থেকে অতৃপ্ত হয়ে,
ধ্বংস করে দিচ্ছিস সব ।
আমি সেই ধ্বংস স্তূপ হাতড়ে ,
তোর ক্রোধে দুঃখে,
জর্জরিত ইচ্ছে টার বুকে হাত ,
রেখে অনুভব করতাম সেই শক্তি ।
আমাদের চুমু খাওয়ার জন্য আমি এই পৃথিবীর, ধ্বংস কয়েক মিনিট থামিয়ে দেব।
সেদিন ও
ভোর পাখির ডানায় বৃষ্টি-
পড়বে টুপ টুপ টুপ । ।
বৃষ্টি এলোকাল সারা রাত টুপ টাপ বৃষ্টির মধ্যে তোর সেই,
ইচ্ছেটা আমায় আষ্টেপৃষ্ঠে।
জড়িয়ে ধরলো আবার ।
দূরে টগরের গাছে গাছে জমে ,
থাকে ভোরের স্নিগ্ধতা।
ভোরের প্রথম পাখি টা তার ঠোঁটে করে ,
কবে নিয়ে এসেছিল তোর ইচ্ছেটার কণা ।
সেই ইচ্ছে কণা আমার ভিতরে ঢুকে তোলপাড়, করে দিলো শরীর জুড়ে ।
আমার সারা শরীর শুধু ,
তোর ইচ্ছেটা হয়ে রইলো ,
নিঝুম চারদিক ।
শুনতে পাই ভোর পাখির ডানায় ।
বৃষ্টির শব্দ ।
টুপ ,টুপ ,টুপ ।
এই একটা ইচ্ছের জন্য আমি ,
বারবার সভ্যতার পতন দেখেছি ।
দেখেছি তুই বহু শতাব্দী থেকে অতৃপ্ত হয়ে,
ধ্বংস করে দিচ্ছিস সব ।
আমি সেই ধ্বংস স্তূপ হাতড়ে ,
তোর ক্রোধে দুঃখে,
জর্জরিত ইচ্ছে টার বুকে হাত ,
রেখে অনুভব করতাম সেই শক্তি ।
আমাদের চুমু খাওয়ার জন্য আমি এই পৃথিবীর, ধ্বংস কয়েক মিনিট থামিয়ে দেব।
সেদিন ও
ভোর পাখির ডানায় বৃষ্টি-
পড়বে টুপ টুপ টুপ । ।
তোমার ভিতর যে অরণ্য,
সবুজ রাখে তোমার মন ।
আমার ভিতর সেই অরণ্যে ,
জ্বলছে আগুন ভীষণ রকম ।
এক দু মুঠো ছাই তুললাম ,
রইলো পড়ে সব ইতিহাস ।
যে ঠিকানায় লিখলে খাম ,
সে তো একলা থাকে বারোমাস।
সেই অরণ্যের ভস্ম থেকেই ,
ঐ পৃথিবী আবার শুরু হলো
কেন এই নীলগ্রহতেই ?
টাপুর টুপুর বৃষ্টি এলো ।
বৃষ্টি এলো বৃষ্টি এলো ।
কৌস্তভ রায় পেশা- ছাত্র (তৃতীয় বর্ষ) বি.এ.(সাধারণ) ঠিকানা -১২৩,মিরপাড়া রোড,লিলুয়া,হাওড়া পিন-৭১১২০৩ ফোন-৭২৭৮২২৩৩৫৪ ই-মেল-roykaustav77@gmail.com ****** |
No comments:
Post a Comment