এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পৃথা রায় চৌধুরী


কবিতা : সাধারণ বিভাগ


বিচ্ছিন্ন

অবয়ব মিলিয়ে যাচ্ছিলো
আর ক্রমাগত চাইছিলাম...
ভীষণ রকম চাইছিলাম,
চিরস্থায়ী গাছজন্ম।

দুরের দৃষ্টি প্রখর করে দেখে নিচ্ছিলাম
তোমার মিলিয়ে যাওয়া কপাল
চোখজোড়া...

গাছের ছাদ থাকে না
শেকড় ছেঁটে ফিরে আসি মরুজন্মে।



ছবিগোছ

কখনো বলিনি তোমার মতো কথা বাঁধতে পারি
তোমার মতো চুপ বুনতেও পারিনি

আমার সাবান আজ তোমায় মাখে নি
জলের ধারা কায়াহীন

ছায়ারা ছায়া মেখে গাঢ়
বিলাসী রূপে শিউলিদুপুর পার
কোনো গঞ্জে আগমনীর তরঙ্গ

ঘুমজানালায় মিশমিশে কাজল
তোমার প্রতিদিনের যাওয়া...
অনুপস্থিত।
 
পৃথা রায় চৌধুরী

জীবনী - ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ নিবাসী, কলকাতা শহর। জন্মস্থান ভারতবর্ষের ঝাড়খণ্ডের ধানবাদ শহরে। সাহিত্য চর্চা শুরু, ছোটবেলা স্কুলে থাকতেই। প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর ও পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট।এপার ওপার বাংলার বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন ওয়েবম্যাগ ও ব্লগে নিয়মিত লেখালিখি করি ২০১২ সাল থেকেই। নিজের একক কাব্যগ্রন্থ দুটি... "মন্দ মেয়ের সেলফি" ও "জন্মান্তরে সিসিফাস"। এ ছাড়া এপার ওপার বাংলার বিভিন্ন কবিতা সংকলনে স্থান পেয়েছে আমার কবিতা। কিছু কাব্য সঙ্কলনের সম্পাদনা করেছি ও ক্ষেপচুরিয়াস নামক সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর মধ্যেও আছি। ২০১৬ সালে “শব্দের মিছিল” সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে “আত্মার স্পন্দন” ১৪২৩ সম্মানপ্রাপ্ত হয়েছি।)

*******

No comments:

Post a Comment