কবিতা : সাধারণ বিভাগ
বিচ্ছিন্ন
অবয়ব মিলিয়ে যাচ্ছিলো
আর ক্রমাগত চাইছিলাম...
ভীষণ রকম চাইছিলাম,
চিরস্থায়ী গাছজন্ম।
দুরের দৃষ্টি প্রখর করে দেখে নিচ্ছিলাম
তোমার মিলিয়ে যাওয়া কপাল
চোখজোড়া...
গাছের ছাদ থাকে না
শেকড় ছেঁটে ফিরে আসি মরুজন্মে।
ছবিগোছ
আর ক্রমাগত চাইছিলাম...
ভীষণ রকম চাইছিলাম,
চিরস্থায়ী গাছজন্ম।
দুরের দৃষ্টি প্রখর করে দেখে নিচ্ছিলাম
তোমার মিলিয়ে যাওয়া কপাল
চোখজোড়া...
গাছের ছাদ থাকে না
শেকড় ছেঁটে ফিরে আসি মরুজন্মে।
ছবিগোছ
কখনো বলিনি তোমার মতো কথা বাঁধতে পারি
তোমার মতো চুপ বুনতেও পারিনি
আমার সাবান আজ তোমায় মাখে নি
জলের ধারা কায়াহীন
ছায়ারা ছায়া মেখে গাঢ়
বিলাসী রূপে শিউলিদুপুর পার
কোনো গঞ্জে আগমনীর তরঙ্গ
ঘুমজানালায় মিশমিশে কাজল
তোমার প্রতিদিনের যাওয়া...
অনুপস্থিত।
No comments:
Post a Comment