এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সবর্না চ্যাটার্জ্জী


কবিতা : সাধারণ বিভাগ




নিঃশব্দ পৃথিবীর ছাদে

এক লাফে স্বাধীনতা চাও?.... ঘুম হও আগে।শান্তির সমুদ্রে ঢেউ হয়ে ওঠো।নোনা গায়ের জল গড়িয়ে পড়ুক খানিক,পাথরের বুকে।তারপর ঘাম থেকে জন্ম নিক শ'এ শ'এ মৌমাছি।
                          তুমি মুষ্ঠিবদ্ধ করো বুদবুদ। পাহাড়ি মেঘের মত ওরাও পিচ্ছিল।তবুও ধরতে হবে,ছুটতে ছুটতে ওড়তে হবে।অন্ধকারের আগে অন্ধ হবার আগে জাগতে হবে।
তুমি প্রেমিক হতে পারো।নিঃশর্ত সমর্পণে তৃণজমিতে ফলাও গোলাপ।তুমি প্রেমিক হতে হতে ঝড় হতে পারো।ওল্টে দিতে পারো সব স্তব্ধতা। তুমি ঝড় হতে হতে বৃষ্টি হতে পারো।ঝরাবে ভালোবাসায় বিশ্বাস।
কিছু না হও মেঘ হয়োনা।ঠিকানাহীন ভাসমান কল্পনার মত মেঘ হয়োনা।এরপর মুক্তি চাও।খোলা আকাশের মত।এক লাফে মুক্তির ছাদে নিঃশব্দে পা রাখো প্রেমের লোভে।এখানে কত তারা আলপনা আঁকে প্রেমের।কবিতা লেখে স্বপ্নের।হাবুডুবু খায় উন্মুক্ত সমুদ্রের বুকে।মিথ্যে আশ্বাসে খসে পড়ে তাদের শরীর কারন তারা ধ্রুবসত্য।নিঃশব্দ পৃথিবীর ছাদে তারা স্বাধীন নক্ষত্র।



কল্পনা তুমি

কল্পনা জমছে মেঘের মতই। উন্মুক্ততা ভাসে।ঠিকানা আতসকাঁচ।মিলিয়েও মেলে না হিসেব, ফেলে আসার।তবুও বাস্তব শুঁকে চলছে মেঘ।বৃষ্টি নিরুদ্দেশ। 
                   কল্পনা ফুটছে ফুলের মত।পাপড়ির গায়ে রক্তবিন্দু ফুটে আছে। পরাগের গায়ে প্রজাপতি চুম্বন দেয়না আর।নিস্তব্ধ গুঞ্জনে অস্থির পুংকেশর।
                               কল্পনা ভাসছে পাখির হাতে ধরে।গন্তব্যে নক্ষত্রদেশ।মাথার ওপরে আতসবাজির রঙ।কিংবা দুরন্ত হাতছানি ঢেউ!
ভেঙে ভেঙে পার হবে নিষ্ঠুর পাহাড়জীবন।
              ছোট হতে হতে বৃত্ত ক্রমশ বিন্দু। তবুও কল্পনা আজও স্বাধীন পথে,যেন ডানা মেলা বাজপাখি।

সবর্না চ্যাটার্জ্জী
কম্পিউটার প্রযুক্তি বিদ্যায় উচ্চ ডিগ্রী থাকা সত্ত্বেও উপার্জনের যন্ত্র হয়ে উঠতে চাইনি।সংসারের চেনা শব্দের ভিতরেই খুঁজে পাই অমরতার বীজমন্ত্র।তুচ্ছ যা কিছু, ছায়া ফেলে  মনে,তাই রূপ পায় নানা কলাশিল্পে, কখনো রঙ তুলিতে,গানের ছন্দে, কখনো শব্দে।নিজেকে অবিরত ভাঙাচোরা করে সাহিত্যকর্মীর পবিত্র নিষ্টায় এগিয়ে চলেছি। নিয়মিত কবিতা ও প্রবন্ধ বিষয়ক বিভিন্ন স্বাদের লেখা প্রকাশিত হচ্ছে যে সব পত্রিকায়,তার নাম দেওয়া হল--
কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে নিম্নোক্তো পত্রপত্রিকায়--ট্রৈনিক, অতসী,হরিৎক্ষেত্র, তবুও মানুষ,পারিজাত,চারুপ্রকাশ,অজন্তা,কবিমশাই সাহিত্য পত্রিকা,অর্বাচীন,সমবেত(অপেক্ষায়)
ছোটদের ওয়েব ম্যাগাজিনের মধ্যে ---
ইচ্ছামতী ছোটদের মনের মত ম্যাগ,ম্যাজিক ল্যাম্প,জয়ঢাক(অপেক্ষায়)
কবিতার সংক্রান্ত ওয়েব ম্যাগের মধ্যে--
অন্তর্বর্তী শূন্যতা সাপ্তাহিক ব্লগজিন,kolkata ২৪ * ৭ অনলাইন ম্যাগাজিন, ফেরারি,এখন তরঙ্গ।
এছাড়া ধারাবাহিক ক্রমশ প্রকাশ্য ফেজবুক পেজ,প্রতিলিপি ফেসবুক পেজ।

*******

No comments:

Post a Comment