এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অরিন্দম ভাদুড়ী


কবিতা : কবিতার ল‍্যাব


বাচ্চেলোগ্,তালিয়া ! গর্জন কাল

কলমের ডগায় নাকি বারুদ থাকে,
গর্জে ওঠে,বিস্ফোরন ঘটায় |
যেদিন জালিয়ানওয়ালাবাগে পাগড়ি-দোপাট্টা রক্তাক্ত
পরের দিনই গর্জে উঠেছিল,
১৬ বছরের ছেলেটার মুখে কালো কাপড়—
পরের দিন ঘটিয়েছিলো বিস্ফোরন !
আজও
যেদিন শিশুর যোনিতে পিচ্ছিল আশায়
হাজার হাজার হায়না লালামাখা আঙুল শানায়,
ধর্মের নামে পুড়ে আঙড়া হয় মানুষ—
শক্তির উৎসে নিরোধ পরানো থাকে |
পুরুষাকার ও কলম
পরের দিন গর্জে উঠবে বলে |


বর্ষশেষ,আর...

— এটা রাখো,এতে একটা ডায়েরি আছে | আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছে করে,এতে লিখে রেখো |
একদিন হুট্ করে এসে চেয়ে বসবো,আর তোমার জমানো সব কথা পড়ে ফেলবো |

শত্রুজিত-রা চোখের জল মুছে ফ্যালে | ওরা জানে ওদের প্রকাশ্যে কাঁদতে নেই |
ওরা কাঁদে,লুকিয়ে,আড়ালে ; যাতে কেউ না জানতে পারে |
চোখের জল মুছে ওরা আবার ঘরে ফেরে,কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য...
কিছু মানুষের শক্তি হওয়ার জন্য...

★★★

অরিন্দম ভাদুড়ী
১৯৮২ সালের ১১ই জানুয়ারি জন্ম,হাওড়ায় |
বর্তমানে হুগলি নিবাসী
 পেশা চাকুরি,
অবসরে দু-চার লাইন পথের পাঁচালী |
২০১৪ য় প্রথমবার আত্মপ্রকাশ অপদার্থের আদ্যক্ষর পত্রিকায় | তারপর নিয়মিতভাবে লেখালেখি বেদুইন,পদক্ষেপ,প্রমার পরশ,কফি হাউস,৯ নং সাহিত্য পাড়া লেন,সত্তা,যুগ সাগ্নিক,টার্মিনাস ও আরো কিছু পত্রিকায় ও বেশ কিছু ব্লগজিনে | প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "না লিখতে পারা আমার বই",কাব্যসংকলন "নবারুষ","নবোদয়"
প্রকাশিতব্য উপন্যাস "কেয়ার অব ৫৫/২/১"

*******

No comments:

Post a Comment