এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রুদ্র কিংশুক


কবিতা : সাধারণ বিভাগ



শৈবসিদ্ধান্তের কবিতা


#
অগ্নি-উৎসব, আগুনের ওপর নৃত‍্যমান ছায়া ও সন‍্যাস, কম্পমান বাতাস-স্তম্ভ

#
দহন-উৎত্তীর্ণ গানের দিকে যায় পাখি
তার উড়ানের আলো-ছায়ায় ভাসে শৈশব, তার রঙিন আতাগাছগুলি

#
ফুলের আঘ্রানে পিঁপড়ে ওঠে, মেরুদন্ড সেই তার চিরন্তন ফল সম্ভার, ডাল

#
শাখা মুড়ে বসে থাকে  স্মৃতিমগ্ন গাছ
ঢেউ-পাখি আর খুলে রাখা ব‍্যাঘ্রচর্ম

#
গাজনের মাঠের উপর দিয়ে উড়ে যায় পেঁচা
অনন্ত আঁধারের দিকে......

রুদ্র কিংশুক

*****

No comments:

Post a Comment