কবিতা : সাধারণ বিভাগ
সময়ের পারে
হালকা কুয়াশার চাদরের অস্পষ্টতা
ফ্লেমিংগোর চঞ্চলতা আর অস্থিরতা
বাতাসে ভেসে আসা ঋষভের মীড়
মহুলের গন্ধে মাদক স্বপ্নের ভীড়।
দিকচক্রবালে হারায় সময়ের সীমা
আঁখিপল্লবে লেগে থাকা তন্দ্রাজড়িমা,
দৃশ্যান্তরে নেমে আসে নির্মল জ্যোৎস্না
বিস্তারিত পথে নতুন অধ্যায়ের সূচনা।
বহতা নদীস্রোতের পরিবর্তনশীলতা
ঝর্ণাধারার শিঞ্জিত নূপুরের উচ্ছলতা।।
হালকা কুয়াশার চাদরের অস্পষ্টতা
ফ্লেমিংগোর চঞ্চলতা আর অস্থিরতা
বাতাসে ভেসে আসা ঋষভের মীড়
মহুলের গন্ধে মাদক স্বপ্নের ভীড়।
দিকচক্রবালে হারায় সময়ের সীমা
আঁখিপল্লবে লেগে থাকা তন্দ্রাজড়িমা,
দৃশ্যান্তরে নেমে আসে নির্মল জ্যোৎস্না
বিস্তারিত পথে নতুন অধ্যায়ের সূচনা।
বহতা নদীস্রোতের পরিবর্তনশীলতা
ঝর্ণাধারার শিঞ্জিত নূপুরের উচ্ছলতা।।
আরতি বোস। নয়ডা, দিল্লি। গৃহকর্মরতা। অসম্বব ভালোবাসেন বই পড়তে ও কবিতা লিখতে। ****** |
No comments:
Post a Comment