এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নিরুপম শর্মা চৌধুরী


কবিতা : সাধারণ বিভাগ


হারানো পথিক

জীবন পথের  ধাপে  ধাপে  যত
চড়াই-উতরাই বেয়ে-যাওয়া;
কিছুটা এগিয়ে গিয়েই তার থাকে
তবু  পিছু  ফিরে-চাওয়া।
যায় না ফেরা, যায় না দেখা
অনেক কিছুই,জীবন পথের বাঁকে;
পথ হারানো পথিক কে আর  কেউ কি মনে রাখে!

নিরুপম শর্মা চৌধুরী।
করিমগঞ্জ, আসাম।  পেশায় শিক্ষক।
দেশে বিদেশে বিভিন্ন পত্রিকায় লেখা বেরিয়েছে।
কবিতা লেখেন কারন কবিতা ওর কাছে অক্সিজেনের মতো।

******


No comments:

Post a Comment