কবিতা : সাধারণ বিভাগ
শোকদিবস
অস্বীকার করতে পারে না চোখ
ভোরের বেঞ্চিতে সে দেখেছে
শিশিরের কান্না
শিশুদের রুমালে স্পষ্ট সে দাগ
সূর্য খেলে নি ঘাসে ঘাসে
রবিবার
এতোটা নীরব মাংসের গন্ধ
পাই নি কখনো
রোদ মাথায় বসলে গাছেদের আদরের অভাব বেশ টের পাই
আগুন ভরা বেঞ্চিতেও পোড়া
হচ্ছে না আমাদের
ফুলবেচা অন্ধ মেয়েটি
বাসি গোলাপ
রেখে হারিয়ে গেল
উদ্যানে
কিছু কৃত্রিম ফুলের গাছ আর ঝরনায়
ডিজিটাল পাখি শব্দের ভিতর
বারবি ডলের দোলনা
আমরা পরস্পরের হাত ধরে
ঠোঁট ছোঁয়ার ভান করলাম
দূষিত হাওয়ার নগ্ন নাচ
আমাদের মধ্যেকার আবহাওয়া
ক্রমশ উষ্ণতর করে তুলছিল
|
দেবাশিস মুখোপাধ্যায়
কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার বাগনানে বাস করেন।তার কবি জীবন শিশুকাল থেকে । কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই 1997ক" কবিতার একখন্ড মুখ" । এরপর কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ", এরপর এখন বাংলা কবিতার কাগজ প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " , পত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে " বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং নতুন পাতার গন্ধ " ।
কবি কবিতায় বাঁচতে চান
*******
|
No comments:
Post a Comment