কবিতা : সাধারণ বিভাগ
সম্মোহন
নিকষ কালো অমাবস্যা রাতে; কালো বিড়ালের পাঁজর-কালো কাকের পাখা আর সাপের খোলস কালো কাপড়ে বেঁধে গঙ্গার জোয়ারে ভাসতে পারে
পারে ঐ আঁধার রাতে শুনসান শ্মশানে নিভে যাওয়া চিতার ছাই এনে ভিটে মাটিতে পুঁতে দিতে
নর কঙ্কালের মুন্ড হাড় দিয়ে সাধনায় সিদ্ধ বশীকরণ পারদর্শী দক্ষ তান্ত্রিকের পড়ে দেওয়া লাল জবা বিছানার নীচে গোপনে রাখতেও পারে
পারে না যা; তা একটু সহানুভূতি-দরদ-আবেগ দিয়ে ওম দিতে শরীরে ও মনে; অবাধ্য নারীকে বাগে পেতে তাবিজ-কবজ নয় প্রেমই যে বড় সম্মোহিনী....
পুরুষটি তা জানতো না।
নিকষ কালো অমাবস্যা রাতে; কালো বিড়ালের পাঁজর-কালো কাকের পাখা আর সাপের খোলস কালো কাপড়ে বেঁধে গঙ্গার জোয়ারে ভাসতে পারে
পারে ঐ আঁধার রাতে শুনসান শ্মশানে নিভে যাওয়া চিতার ছাই এনে ভিটে মাটিতে পুঁতে দিতে
নর কঙ্কালের মুন্ড হাড় দিয়ে সাধনায় সিদ্ধ বশীকরণ পারদর্শী দক্ষ তান্ত্রিকের পড়ে দেওয়া লাল জবা বিছানার নীচে গোপনে রাখতেও পারে
পারে না যা; তা একটু সহানুভূতি-দরদ-আবেগ দিয়ে ওম দিতে শরীরে ও মনে; অবাধ্য নারীকে বাগে পেতে তাবিজ-কবজ নয় প্রেমই যে বড় সম্মোহিনী....
পুরুষটি তা জানতো না।
ভুল
প্রতিটা সিদ্ধান্তে নেওয়া প্রতি পদক্ষেপ বেঠিক হতে হতে...
জীবনের চৌকাঠ থেকে চিলেকোঠা ভুল আর ভুলের ভুলভুলাইয়া যেন
চৌকাঠে মিথেন আর সালফাইডের উগ্রঝাঁঝ পেরিয়ে সিঁড়ি ধরলে ঝুল-তেল কালি-দাঁত বের করা ভাঙা দেওয়াল
কোন মতে পেরোতে পেরোতে বোঝা শুধু বাড়ে;
এক ভুল শুধরাতে অন্য ভুল জড়ো হয় এগোবার পথে
এভাবেই থিতু হয়ে কোন কক্ষেই বাস হয়না মনস্তাপ আর নুনচোখে
কক্ষ থেকে কক্ষান্তরে,
সেখানেও হতাশা-দীর্ঘশ্বাস আর কৈফিয়ত কাটাতে কাটাতে জীবন এগোয় চিলেকোঠায়
যখন কলসি-দড়ি-গাং জল আর শেষ ডুব;
এও ভুল এক; তাও ভুল না হবার চিরন্তন স্বস্তি পেতে....
প্রতিটা সিদ্ধান্তে নেওয়া প্রতি পদক্ষেপ বেঠিক হতে হতে...
জীবনের চৌকাঠ থেকে চিলেকোঠা ভুল আর ভুলের ভুলভুলাইয়া যেন
চৌকাঠে মিথেন আর সালফাইডের উগ্রঝাঁঝ পেরিয়ে সিঁড়ি ধরলে ঝুল-তেল কালি-দাঁত বের করা ভাঙা দেওয়াল
কোন মতে পেরোতে পেরোতে বোঝা শুধু বাড়ে;
এক ভুল শুধরাতে অন্য ভুল জড়ো হয় এগোবার পথে
এভাবেই থিতু হয়ে কোন কক্ষেই বাস হয়না মনস্তাপ আর নুনচোখে
কক্ষ থেকে কক্ষান্তরে,
সেখানেও হতাশা-দীর্ঘশ্বাস আর কৈফিয়ত কাটাতে কাটাতে জীবন এগোয় চিলেকোঠায়
যখন কলসি-দড়ি-গাং জল আর শেষ ডুব;
এও ভুল এক; তাও ভুল না হবার চিরন্তন স্বস্তি পেতে....
*****
ইন্দিরা ব্যানার্জী
সারদা সরণী
বারাসাত
No comments:
Post a Comment