কবিতা : কবিতার ল্যাব
ডিপ্রেশন!
এই ছেলেটা, চোখের নীচে তিলটা আছে এখনো?
নীল কুর্তাটা পড়িস কখনো? ছাতিম গাছের জন্যে এখনো মন কেমন করে জ্বর আসে?
নোলকের দিব্যির দিন কি তবে ফুরোলো?
তাহলে কোপাই? ডিপ্রেশন পর্ব চলছে!দ্বন্দ্বটা অদ্ভুত।
কারণ খুঁজতে গিয়ে, 'ডিপ্রেশন' শব্দের কাদাঅর্থ খুঁজে পেল ছেলেটা, পুরোনো প্রেমিকাকে কোপাই এর পাড়ে অন্য প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখতে দেখে,
লুকিয়ে একটার পর একটা জ্বলন্ত বিড়ি ক্রমে ছাই এর পরিমাণ বাড়াচ্ছে।
ডিপ্রেশন!
সাতবছরে বিবাহবিচ্ছেদের পর নিজস্রী আজ পরস্রী।
ডিপ্রেশন!
পতিতাপল্লীর বেশ্যাটি নিয়ম করে রোজ চেয়ারে সাজিয়ে রাখছে নিজেকে, খদ্দের কোথায়?
কুঁচকানো চামড়া যে ক্রমে লাল টিমটিমে আলোতে বয়সের প্রমাণ পত্র পেশ করছে। ডিপ্রেশন!
সঞ্চারী ভৌমিক
বাংলা নিয়ে পড়ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে
*******
*******
No comments:
Post a Comment