কবিতা : সাধারণ বিভাগ
মিথ
ওরা,যারা বৃষ্টিতে ভিজেছিলো
তারা কেউ ঘরে ফেরেনি ।
শালবাগানে ভিজে পাতার
জমাট অন্ধকারে ওরা মিশে
গেছে প্রেতিনীর মতো ,সমস্ত
মিথকে সঙ্গী করে ।
ওরা,যারা বৃষ্টিতে ভিজেছিলো
তারা মানুষ ছিলোনা ,ওরা
ছিলো পতঙ্গের মত ,ঝরে
যাওয়ার দল ।
কৃষ্ণসার মেঘ আর জলরাশি ওদের
ডেকেছিলো কবন্ধ প্রেমের
শিত্কারে.....
ওরা বৃষ্টিতে
আর অগ্নিতে
শুদ্ধ হয়েছিলো
একটি রক্তিম সূর্যের খোঁজে ।
No comments:
Post a Comment