এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

জয়িতা ভট্টাচার্য


কবিতা : সাধারণ বিভাগ


মিথ

ওরা,যারা বৃষ্টিতে ভিজেছিলো
তারা কেউ ঘরে ফেরেনি ।
শালবাগানে ভিজে পাতার
জমাট অন্ধকারে ওরা মিশে
গেছে প্রেতিনীর মতো ,সমস্ত
মিথকে সঙ্গী করে ।

ওরা,যারা বৃষ্টিতে ভিজেছিলো
তারা মানুষ ছিলোনা ,ওরা
ছিলো পতঙ্গের মত ,ঝরে
যাওয়ার দল ।
কৃষ্ণসার মেঘ আর জলরাশি ওদের
ডেকেছিলো কবন্ধ প্রেমের
শিত্কারে.....
ওরা বৃষ্টিতে
আর  অগ্নিতে
শুদ্ধ হয়েছিলো
একটি রক্তিম সূর্যের খোঁজে ।

জয়িতা ভট্টাচার্য
পেশায় শিক্ষক ।শূন্যদশকের  কবি ও কথাশিল্পী ।কলকাতা নিবাসী  এই সাহিত্যিকের প্রথম কাব্যগ্রন্থ " নিঃশব্দ শিশির হৃদয় "ও প্রকাশিতব্য কাব্যগ্রন্থ " সন্ত্রাসকে ভালোবেসে " ।তিনি পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে থাকেন।

*****

No comments:

Post a Comment