এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুদীপ্ত সেন


কবিতা : সাধারণ বিভাগ


অ্যালার্ট থার্মোমিটার

কোনো অপরিচিত পরিচিত হতে পারে
শান্ত সন্ধ্যায় কিংবা ভীষন জ্বরে
চিনতে ভুল করবে জানতো চাহিদা
ভাবতেও পারো আতর চুলেই ভনিতা
কিছু ভুল তাই সোশাল সাইড করে
 অপরিচিত কথা পারে যেটা অন্তরে
ভুল করে জল ভরা থার্মোমিটার ছুঁলো উড়না
পরিচিত ছেড়ে উষ্নতা জ্বরের প্রেমে পরলোনা

 
হুইল চেয়ারে সান্ত্বনা

সেই পুরোনো রোদ মেখে সাইকেল চলে
দূর পানে ভেসে যাওয়া সাদা বক ফিরে
তোমার স্কুল ছুটির ব্যাগ তোমার কোলে
বন্ধুরা খিল্লি করে তোমাকে ঘিরে
আজও স্পট কথা মনে আছে নাক টিকালো
চোখ টান করে থাকে, মনের চাহিদা স্থান পায়
বিরাট গভীরতা, বিকেলে জানলা উঁকি দেয়
চাহিদায় বাঁধা আসে ওফ্স  খুব অস্থিরতায়
মাঝপথে ছাড়াছাড়ি আড়ি হয়, সব একলা
আবার জোরা লাগে কোথাও সোশাল সাইড
হঠাৎ ভাঙে তোমার স্ট্যাটাসে অন্যজনের ছবি
তাই ফের হুইল চেয়ারে সান্ত্বনা খুঁজি এবেলা

*******
সুদীপ্ত সেন

না বলা কথা গুলোয় কবিতায় লেখি।
প্রিয় কবি - শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও অতনু বর্মন
প্রিয় কবিতা - রবি ঠাকুরের 'বাঁশি' ও শ্রীজাতর 'রাস্তা'
প্রিয় গল্প - প্রেমেন্দ মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার'।

ঠিকানা
নাম - সুদীপ্ত সেন,
গ্রাম + পোস্ট - পাইকর,
জেলা - বীরভূম, 
থানা - মুরারই
পিন নম্বর- ৭৩১২২১
ফোন নম্বর - ৭৪০৭৭৬০১৭২

*******

No comments:

Post a Comment