কবিতা : সাধারণ বিভাগ
-----ফ্লাইওভার
সন্ধ্যা নামলে শুরু হয় শহুরে আত্মসংলাপ
আমি একা এসেই ফ্লাইওভারে দাঁড়াই।
একটু হেঁটে গেলে শো করে পাশ ঘেষে ছুঁটে যায়,
এই রাজপথে একটা রাজকীয় মৃত্যু।
ইচ্ছা ছিল হয়তো একদিন রাজ দরবারে যাবো
সন্ধ্যার চোখে কি আশ্চর্য--
এই সেই সাম্রাজ্য।
অথচ অসম্ভব কে সম্ভব করে জেগে ওঠে এই শহর।
বাইপাসে শূন্য হয়ে ঝুলছে ফ্লাইওভার
এপার ওপার দুচোখে সুসম্পর্ক টেনে দিয়ে
নিথর হয়ে বিছিয়ে দিয়েছে তার ব্যথার বুক।
এখানে পা দিলেই পদতল শূন্য হয়
অথচ ফ্লাইওভারই একটা নির্জন রাজকীয় রাজসভা।
রাত নামলে রোজ আসি--
কথা হয়, দেখা হয়, কখনও হাসে, কখনও কাঁদে,
ভাবতে ভাবতে ঐ তারার ভিড়ে
কখন যেন এই রাজকীয় শহরটাই হারিয়ে যায়।
তারপর এখানে নেমে আসে শুধুই শূন্যতা।
আমি আর একটি ল্যাম্পপোস্ট
অপেক্ষায় দাঁড়িয়ে থাকি এই ফটকীয় ফ্লাইওভারে।
-----দোষ
সদ্য মা হওয়া পুষ্প স্তনবৃন্ত
সূচালো শুষক ঠোঁট
চুষে নিচ্ছে আঁতুরদুধ।
বন্ধ্যাত্ব নারী
অনাবৃত জরায়ুজ অন্তঃস্থল
মধুমাসে মৌমাছি ছড়িয়ে দেয় পরাগরেণু।
নিষিদ্ধ ফ্লাট তবুও গোপন বেড
সমাজ সম্মুখে সভ্য যবনিকা
চরাদরে আদর বিক্রি আর হয়তো বা পুং বীর্য।
স্নিগ্ধ শিশির চোখ
অপ্রাপ্ত প্রেমিক প্রেমিকার ওমভাঙা প্রথম চুম্বন।
চোখে এলে সূর্যালোকে কোকিলের কটুবাক।
নিক্তির আড়ালে কিছু কেনা আইন
রায়ে অসত্য সত্য,সত্য অসত্য,অনন্ত অতীতের রেওয়াজ।
যখন তুমি এইসব প্রশ্ন ছোড়,আদতে দোষ তবে কার?
প্রদীপ মন্ডল(দীপ), গ্রাম-কামালপুর পোস্ট+থানা-চাকদহ, জেলা-নদীয়া, পিন-741222, ফোন-8653976202 ***** |
No comments:
Post a Comment