কবিতা : সাধারণ বিভাগ
মডেল
শাড়িরগিঁট খুলতে খুলতে তিনি বললেন -
ভয় করছে তোর ?
তোর তো এই প্রথমবার ,
যদিও আমারও এই প্রথম।
ঘরের ইতিউতি ছড়িয়ে থাকা তার লেখা
বইগুলো ফিক্ করে হেসে উঠলো
বুঝলাম- ডাহাঝুট বলছে লোকটা।
শিরশিরে ভালোলাগার পরশ ,
মহব্বতে ছুটখাট মানিয়ে যায় এসব।
সাদালোমশ বুকে লেপটে থাকা
চামউকুনের মতো বিলি কেটে বললাম-
না না ভয় আর কি !আপনি বিশিষ্ট শিল্পী ,
তায় শ্লেষ্মারযাত্রী
তার হাঁ-মুখে সিঙ্গেল মল্ট ,
দু আঙুলের ফাঁকে গলন্ত 555
বগলে বুড়োঘামের গন্ধ।
এসব নাকে নিয়ে ,
তার দৃষ্টির সামনে খানিক ভিক্টোরিয়ার পরীমডেলে দাঁড়িয়ে বললাম-
দেখুন তো এই পজিশনে সুবিধে হবে কি
আপনার?
কপাল থেকে রুপালি চুল সরিয়ে কিঞ্চিৎ হেসে
আলতো করে পর্বতচুড়ায় হাত রাখলেন পাড়াতুতো হুলোর মতো
মিহিন লালওড়না পর্বতজোড়ার
মধ্যেখানে ফেলে বললেন -
এইবার ভীষণ নিসর্গ নিসর্গ লাগছে না ?
দেখছি একটা বাচ্চাসাইজের ছিপ জলের ওপরে
দাঁড়াচ্ছেই না , অথচ মাছেরচার রয়েছে যথেষ্ট -
ডট পেনের সাথে খাতার সঙ্গম ঘটিয়ে তিনি বললেন-
শুধু দেখেই যেতে হবে তোর অপরূপ রূপ !
বল কি আর করতে পারি তোকে
শোকেসে সাজিয়ে শব্দ সাজানো ছাড়া!
শোন,সিন্ধুসভ্যতার ক্লিভেজ ব্যাপারটা
সামনে আনতে চাইনা কিন্তু,
থাক কিছুটা অবস্ট্রাট ,কি বল!
দর্শক তোকে মিস্ট্রিয়াস ভাবুক...
মনে মনে হাসলাম,জানতে চাইলাম,
আপনার আগের মডেলরা
অনেক বেশি সুন্দরী ছিলেন,
তাদের ছেড়ে আমায় নিয়ে মাতলেন কেন!
বললেন তিনি,তারা ছিল ন্যুডকবিতার মডেল
তোর মতো গ্রিক মিথলজি ছুঁড়ে
আগুনে পুড়িয়ে
এভাবে কেউ মারতে চায়নি আমায়।
No comments:
Post a Comment