এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হরিৎ বন্দ্যোপাধ্যায়


কবিতা : সাধারণ বিভাগ


অঙ্ক ---- ১
---------------
শেষ পর্যন্ত অনেকেই তো অঙ্ক পেরে গেল
কিন্তু আমি পারলাম না কেন ?

অনেক ভেবে দেখেছি -------
আমি ভালো করে সংখ্যাই চিনতে পারি নি
আর সংখ্যা না নিয়ে তাদের দুয়ারে যাই কি করে
তারাও আমার হাতে সংখ্যা না দেখে
আমাকে তাদের শত্রু ভেবেছে ।



অঙ্ক ---- ২
----------------
আমার চারপাশের কত কত মানুষ
সময়ের অঙ্কে একশোয় একশো পেয়েছে
সময়ের অঙ্কে আমি বরাবরই শূন্য

অঙ্ক কষতে বসার আগে
সবাইকেই বলেছি সময়ে পৌঁছে যাব
কিন্তু কিছুটা এগিয়েই অনেকের হাতছানি নজরে আসে
খুব চেনা সুরে পাখির গান
প্রতিদিনের চৌমাথায় জন্মগ্রামের বাস

সময়ের গন্তব্যে পৌঁছানোর আগেই
সেখানকার মানুষদের সাথে আমার দেখা হয়ে যায় ।


******

No comments:

Post a Comment