কবিতা : সাধারণ বিভাগ
মুখোশের আক্রোশ
জগতের অনেক মানুষ আজ মুখোশধারী,
ভালোবাসার বদলে বিলি করছে বিষের বাণী,
সেটা সুস্থ নয়, পঙ্গু করার চিন্তায় সব
এসব কি ঠিক, রোগগ্রস্ত হয়েছে সমাজ।
দেশের রাজা এখন মুখোশধারী,
কেমন সেই মুখোশ?
হ্যাঁ ধর্মের সন্ত্রাসী,
সে তো এক নর রাক্ষস।
আর তার মন্ত্রীদ্বয়
চোর, ডাকাতের সর্দার
পাছে সেনাপতি টা সাধুবেশ ধারী
দাঙ্গার ফন্দি আঁটে শুধু
সেনা লাগিয়ে হত্যা করে সাধারণ কে,
সে চাই হত্যার কারবারি।
সে তো নব যুগের কথা!
আজ,
হ্যাঁ আজ মুখোশ পরে ঘুরছে সবাই,
রাজকার্য ছেড়ে সাধু হতে যায়
এখানে তো সাধু সেজে দানব রাজা হয়।
তুমি নিম্ন, তোমার রূপ কে বা দেখবে,
সময় আসবে একদিন রাজা বর্ণবিদ্বেষ ছড়াবে
নিম্ন হত্যা হবেই তো,
সেদিনেই নারকীয় চেহারা দেখবে
এই দানবের মুখোশের আড়ালে।
হ্যাঁ মুখোশ পরা সব্বাই,
কেউ সাধু সাজার
কেউবা ভদ্র
আচ্ছা বলোতো নেতাগুলো কি
সত্যিই সাধু?
জানি তোমার আমার মত এক!
তাহলে খুলে দাও তাদের মুখোশ,
দাফন করো তাদের বিদ্বেষ।
এখনো নতুন মুখোশ খোলা হয়নি!
হবে না হয়ত এই দেশে,
ধর্মের দেবতা সেজে এখন
শোনাচ্ছে দেশপ্রেমের বাণী,
তুমি দেশদ্রোহী হবে তাদের বিরোধিতায়,
এরাই শ্রেষ্ঠ! এরাই দেশপ্রেমী।
অপেক্ষায় আমি,গভীর অপেক্ষায় নিয়োজিত আছি,
যেদিন খুলবে মুখোশধারীদের মুখোশ
মুখ দেখে সব্বাই বলবে
ওরাই দেশদ্রোহী।
*****
-নিজামউদ্দিন মোল্লা
সারেঙ্গা, সাঁকরাইল, হাওড়া
No comments:
Post a Comment