কবিতা : সাধারণ বিভাগ
মৃত্যুর কোনো জাত থাকেনা
মৃত্যুর কোনো জাত থাকে না।উড়ে যায় হাত ধরে
খোলস ছাড়িয়ে একটু করে মুক্তির স্বপ্ন দেখায়
সব পুঁথি দূরে চলে যাবে
থাকবে শুধু শব্দের এক একটি লাশ
অচেনা পথে ফুল দাবানো পায়ে
এগিয়ে যায় আদুরে মেঘের বৃষ্টিভেজা উল্লাস
গুঁড়ো গুঁড়ো হাড় খুঁজে নেবে নদীর নির্যাস
একাকিত্বে ভেসে যায় অযথা কালাপাহাড়।
অচেতন ভাবে উড়ে গেলে
অচেতন ভাবে উড়ে গেলে গভীর বাতাস অযথা স্পর্শ করে
ফুলের মতো চোখ খুলে দেখবে
অনেকটা সাদা পাঁপড়ি দাগ কেটে রাখে মনে
যেভাবে পাল তুলতে দাঁড় মনে দোল খায়
হঠাৎ কালো মেঘ ছোটাছুটিতে আকাশ ব্যস্ত করে
বৃষ্টির উপর অনেকটা আস্থা পড়ে যায়।
রিম্পা নাথ পিতা: সনৎ নাথ মাতা:পম্পা নাথ ঠিকানা: গ্রাম- কাঁটাপুকুর পোস্ট- খোলাপোতা থানা- বসিরহাট জেলা- উত্তর 24 পরগনা পিন- 743428 যোগাযোগ: 7001305730 :8967304813 ******* |
No comments:
Post a Comment