এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তুলি রায়


কবিতা : সাধারণ বিভাগ


তৈলাক্ত চাঁদ

শীতার্ত পাহাড়ের ওম
দীর্ঘায়িত চায়াপরশ

বার্চ পাইনে মেখে থাকা
নীলাভ জোছনা আঙুল

ছুঁয়ে ছুঁয়ে
চুঁয়ে পড়ে
              তৈলাক্ত চাঁদ

ভাসমান মরীচিকার আড়ালে
            অদৃশ্য সত্বা:মুখোষ বিহীন

খষে পড়ে কবরীবন্দ

ছু্ঁয়ে থাকা আঙুলের স্বেদবিন্দু
বেঁচে থাকে অ -নু-র-ন-নে


অভিকর্ষ

উৎষেচকের উৎকর্ষতা মাখা
একটা বিকেল

ভেসে যাওয়া বেদনে
একুল ওকুল ভাসিয়ে
         ছইছই দুকূল

সূজন মাজির দাঁড়ের টানে
অমোঘ আকর্ষন

অভিকর্ষ অভিকর্ষ
   দ্রাঘিমার দ্রাব্যতা

ছুঁয়ে যায় লবনাক্ত হ্রদ

কুড়োনো আঁচলের টানে
    সাঁঝবাতি

পিছলে পড়া জোছনা মাখে
শালপাতা কন্যা শরীর

তুলি রায়

গৃহকর্মরতা।
কবিতায় বাঁচি , করি কবিতা যাপন।

******

No comments:

Post a Comment