বিভাগ : ছড়া
ট্রেন
আছে যে সব ট্রেন,
নেইকো তাদের ব্রেন।
এক লাইনেই চলে তারা,
হাওড়া কিংবা পাঁশকুড়া।
বায়না
বাঘ সিংহ হায়না,
করে শুধু বায়না।
দুধ খেতে চায় না,
কী খাবে তা কয় না!
দেওয়াল
ঘরের দেওয়াল, চার দেওয়াল
তাও কি রাখি খালি !
ম্যাপ এঁকেছি দেওয়াল জুড়ে,
দিয়েছি রং কালি।
|
সৌম্যদীপ রায় ৷
জন্ম ৩১ অগষ্ট ২০০৭ ৷
বাবা সৌমিত্র রায় ৷ মা অনিন্দিতা রায় ৷
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেনীতে পড়ে ৷
খুব ছেলেবেলা থেকেই ছড়া, কবিতা ও গল্প লেখে ৷ ছবি আঁকে ৷ যোগাভ্যাস ও খেলাধূলা করে ৷ দৈনিক সংবাদপত্র, নানান সাহিত্যপত্রে নিয়মিত লেখে সৌম্যদীপ ৷ টোকিওর রেডিও জাপানের সাথেও ভালোই সখ্যতা সৌম্যদীপের ৷ তার কাব্যচর্চার খ্যাতি আনন্দবাজার পত্রিকাসহ নানান দৈনিকের মাধ্যমে বাংলায় সুবিদিত ৷ ২০১৬ তে প্রকাশিত সৌম্যদীপের প্রথম বই "উল্টোপাল্টা" i-সোসাইটির বেস্ট সেলার বইগুলির অন্যতম ৷
****** |
No comments:
Post a Comment