বার্তা সাহিত্য (দ্বৈতবিতা)
কি-প্যাডে : সুদীপ্তা ও শাল্যদানী
কি-প্যাডে : সুদীপ্তা ও শাল্যদানী
এডিটেড
ঝড়া পাতা
খোলা খাতা
ঝলকানি দেয় রোদ
বাস্পমেঘে বোধ
সূর্য ঢেকে দিলে
সবুজ ক্লোরোফিলে
কথার জন্ম হয়
বলবার মত নয়
তবুও তো আছো
যেমন তুমি বাঁচো
গন্ধ মেখে গায়ে
আলতা মাখা পায়ে
সোনা ঝরা বুকে
থেকো তুমি সুখে
তানপুরার তারে
র চায়ের অস্তপারে
জন্ম হবে আবার
নতুন ভালোলাগার
আশার সাগর পাড়ে
আসবে বারেবারে
জন্মের ওপাড়ে
মিলিবে সাগরে
যদি তুমি চাও
হাতটা বাড়াও
আবার সূর্যোদয়
একসাথে দেখবো বোধহয়
মাথা রাখব কাঁধে
অনেক প্রেমের সাধে
হাত ছাড়বে নাতো
দূড়ে যাবে নাতো
যদি ঝগড়া হয়
মানাবো নিশ্চয়
আবারো ভাব হবে
চোখে চোখ রবে
সময় থেমে যাক
নতুন রূপ পাক
আবারো ভিজব জড়িয়ে
একে অন্যকে হারিয়ে
আরো আরো কাছে
মনের খাঁজে খাঁজে
জানো গন্ধ পাচ্ছি
জানো তোমাকে ভাবছি
এভাবেই থাকবে তো
বুকে ধরে রাখবে তো
ছাড়বেনা কোনদিন
বাঁঁচবো যতদিন
যদি মৃত্যু আসে
তোমাতেই থাকবো মিশে
তবুও হারানোর ভয়
ভালোবেসে করবে জয়
সত্যি বলছো তুমি
জানেন অন্তর্যামী
শুধু তোমাকেই ভালোবাসি
প্রেমের জোয়ারে ভাসি।
নদীতে ভাসাব ভেলা
তুমি আমি একেলা
দেখো দূরে শাপলা ফুটেছে
তোমায় দেখেইতো হাসছে
অমন করে কি দেখছো
কি ভাবে আমায় মিশছো
যেমন নদী সাগরে মেশে
যেমন তারা আকাশে ভাসে
মাটিতে ফুল ফোটে
সুন্দর কবরী তটে
তোমার জন্য জন্ম নেব
এ জন্মেও নাহি যেতে দেবো
তবে রাধা কৃষ্ণ হতে হয়
কেন আমিকি যোগ্য নয়
শুধু প্রেমে বড় ভয়
কিসে ভয় যায়
তোমার বুকে মাথা রেখে
মুখ কেন রাখো ঢেকে
লজ্জা বুঝি নাই
প্রেমে কবার ট্রাই?
তুমিই প্রথম তোমাতে শেষ
বিশ্বাসে কষ্ট, শুনতে বেশ
নয় কোন মিথ্যা ছলনা
আমার অতীতে অনেক ললনা
ভালোবাসায় ভুলবে সব যাতনা
বিশ্বাসে আঘাত কোরো না
কথা দিলাম তোমায় ছুয়ে
থাকবে তুমি আমার হয়ে
থাকবো শুধু তোমার জন্যএ
আমাকে আরো জানো তবে
*******
আন-এডিটেড
প্রস্তুতি নিয়ে কাব্যি অনেক করেছি। হঠাৎ করে সারাটা দিন ছন্দে ভাসবো ভাবিনি। পার্সোনাল কথা। প্রকাশ করতে নেই। কে বলে?
আমার ইনবক্স আমিই কপি করলাম(কোনো এডিট না করে)....
[19/12 9:33 am] সুদীপ্তা: Gd morning
[19/12 9:35 am] শাল্যদানী: সুসকাল।
সারাদিন প্রেমে থাকো
[19/12 9:36 am] সুদীপ্তা: Tumio
[19/12 9:36 am] শাল্যদানী: আমি প্রেমে থাকি না, বিরহে বাঁচি
[19/12 9:37 am] সুদীপ্তা: Tai to kolome ato agun
[19/12 9:37 am] শাল্যদানী: কই আগুন
[19/12 9:37 am] শাল্যদানী: সব বেগুন
[19/12 9:38 am] সুদীপ্তা: Begun vajte agun lage
[19/12 9:38 am] সুদীপ্তা: Porateu
[19/12 9:38 am] শাল্যদানী: তাইবলে কলমে আমার আগুন নেই। ফাগুনমাস
এই অবধি ঠিক ছিলো। তারপর কি জানি কি হল...
[19/12 9:39 am] সুদীপ্তা: Jhora pata
[19/12 9:39 am] শাল্যদানী: খোলা খাতা
[19/12 9:40 am] সুদীপ্তা: ঝলকানি দেয় রোদ
[19/12 9:41 am] শাল্যদানী: বাস্পমেঘে বোধ
[19/12 9:41 am] সুদীপ্তা: সূর্য ঢেকে দিলে
[19/12 9:42 am] শাল্যদানী: সবুজ ক্লোরোফিলে
[19/12 9:43 am] সুদীপ্তা: কথার জন্ম হয়
[19/12 9:43 am] শাল্যদানী: বলবার মত নয়
[19/12 9:43 am] সুদীপ্তা: তবুও তো আছো
[19/12 9:44 am] শাল্যদানী: যেমন তুমি বাঁচো
[19/12 9:44 am] সুদীপ্তা: গন্ধ মেখে গায়ে
[19/12 9:45 am] শাল্যদানী: আলতা মাখা পায়ে
[19/12 9:45 am] সুদীপ্তা: সোনা ঝরা বুকে
[19/12 9:47 am] শাল্যদানী: থেকো তুমি সুখে
[19/12 9:47 am] সুদীপ্তা: তানপুরা র তারে
[19/12 9:48 am] শাল্যদানী: র চায়ের অস্তপারে
[19/12 9:48 am] সুদীপ্তা: জন্ম হবে আবার
[19/12 9:49 am] শাল্যদানী: নতুন ভালোলাগার
[19/12 9:49 am] সুদীপ্তা: আশার সাগর পাড়ে
[19/12 9:50 am] শাল্যদানী: আসবে বারেবারে
[19/12 9:51 am] সুদীপ্তা: জন্মের ওপাড়ে
[19/12 9:55 am] শাল্যদানী: মিলিবে সাগরে
[19/12 9:55 am] সুদীপ্তা: যদি তুমি চাও
[19/12 9:57 am] শাল্যদানী: হাতটা বাড়াও
[19/12 9:58 am] সুদীপ্তা: আবার সূর্যোদয়
[19/12 9:59 am] শাল্যদানী: একসাথে দেখবো বোধহয়
[19/12 10:02 am] সুদীপ্তা: মাথা রাখব কাঁধে
[19/12 10:13 am] শাল্যদানী: অনেক প্রেমের সাধে
[19/12 10:13 am] সুদীপ্তা: হাত ছাড়বে নাতো
[19/12 10:14 am] শাল্যদানী: দূড়ে যাবে নাতো
[19/12 10:14 am] সুদীপ্তা: যদি ঝগড়া হয়
[19/12 10:15 am] শাল্যদানী: মানাবো নিশ্চয়
[19/12 10:16 am] সুদীপ্তা: আবারো ভাব হবে
[19/12 10:46 am] শাল্যদানী: চোখে চোখ রবে
[19/12 4:00 pm] সুদীপ্তা: সময় থেমে যাক
[19/12 5:23 pm] শাল্যদানী: নতুন রূপ পাক
[19/12 7:48 pm] সুদীপ্তা: আবারো ভিজব জড়িয়ে
[19/12 8:16 pm] শাল্যদানী: একে অন্যকে হারিয়ে
[19/12 8:17 pm] সুদীপ্তা: আরো আরো কাছে
[19/12 8:18 pm] শাল্যদানী: মনের খাঁজে খাঁজে
[19/12 8:19 pm] সুদীপ্তা: জানো গন্ধ পাচ্ছি
[19/12 8:19 pm] শাল্যদানী: জানো তোমাকে ভাবছি
[19/12 8:19 pm] সুদীপ্তা: এভাবেই থাকবে তো
[19/12 8:20 pm] শাল্যদানী: বুকে ধরে রাখবে তো
[19/12 8:25 pm] সুদীপ্তা: ছাড়বেনা কোনদিন
[19/12 8:27 pm] শাল্যদানী: বাঁঁচবো যতদিন
[19/12 8:31 pm] সুদীপ্তা: যদি মৃত্যু আসে
[19/12 8:36 pm] শাল্যদানী: তোমাতেই থাকবো মিশে
[19/12 8:47 pm] সুদীপ্তা: তবুও হারানোর ভয়
[19/12 8:47 pm] শাল্যদানী: ভালোবেসে করবে জয়
[19/12 8:48 pm] সুদীপ্তা: সত্যি বলছো তুমি
[19/12 8:49 pm] শাল্যদানী: জানেন অন্তর্যামী
[19/12 8:50 pm] সুদীপ্তা: শুধু তোমাকেই ভালোবাসি
[19/12 8:52 pm] শাল্যদানী: প্রেমের জোয়ারে ভাসি।
[19/12 8:55 pm] সুদীপ্তা: নদীতে ভাসাব ভেলা
[19/12 9:05 pm] শাল্যদানী: তুমি আমি একেলা
[19/12 10:06 pm] সুদীপ্তা: দেখো দূরে শাপলা ফুটেছে
[19/12 10:09 pm] শাল্যদানী: তোমায় দেখেইতো হাসছে
[19/12 10:10 pm] সুদীপ্তা: অমন করে কি দেখছো
[19/12 10:11 pm] শাল্যদানী: কি ভাবে আমায় মিশছো
[19/12 10:11 pm] সুদীপ্তা: যেমন নদী সাগরে মেশে
[19/12 10:13 pm] শাল্যদানী: যেমন তারা আকাশে ভাসে
[19/12 10:13 pm] সুদীপ্তা: মাটিতে ফুল ফোটে
[19/12 10:14 pm] শাল্যদানী: সুন্দর কবরী তটে
[19/12 10:16 pm] সুদীপ্তা: তোমার জন্য জন্ম নেব
[19/12 10:18 pm] শাল্যদানী: এ জন্মেও নাহি যেতে দেবো
[19/12 10:19 pm] সুদীপ্তা: তবে রাধা কৃষ্ন হতে হয়
[19/12 10:23 pm] শাল্যদানী: কেন আমিকি যোগ্য নয়
[19/12 10:24 pm] সুদীপ্তা: শুধু প্রেমে বড় ভয়
[19/12 10:33 pm] শাল্যদানী: কিসে ভয় যায়?
[19/12 10:38 pm] সুদীপ্তা: তোমার বুকে মাথা রেখে
[19/12 11:14 pm] শাল্যদানী: মুখ কেন রাখো ঢেকে
[19/12 11:18 pm] সুদীপ্তা: লজ্জা বুঝি নাই
[19/12 11:19 pm] শাল্যদানী: প্রেমে কবার ট্রাই?
[19/12 11:19 pm] সুদীপ্তা: তুমিই প্রথম তোমাতে শেষ
[19/12 11:20 pm] শাল্যদানী: বিশ্বাসে কষ্ট, শুনতে বেশ
[19/12 11:22 pm] সুদীপ্তা: নয় কোন মিথ্যা ছলনা
[19/12 11:22 pm] শাল্যদানী: আমার অতীতে অনেক ললনা
[19/12 11:24 pm] সুদীপ্তা: ভালোবাসায় ভুলবে সব যাতনা
[19/12 11:24 pm] শাল্যদানী: বিশ্বাসে আঘাত কোরো না
[19/12 11:25 pm] সুদীপ্তা: কথা দিলাম তোমায় ছুয়ে
[19/12 11:25 pm] শাল্যদানী: থাকবে তুমি আমার হয়ে
[19/12 11:26 pm] সুদীপ্তা: থাকবো শুধু তোমার জন্যএ
[19/12 11:27 pm] শাল্যদানী: আমাকে আরো জানো তবে
[19/12 11:32 pm] সুদীপ্তা: ওকে গুড নাইট
[19/12 11:32 pm] সুদীপ্তা: আর কত বড় করবে
[19/12 11:32 pm] শাল্যদানী: বেশ ছেড়ে দিলাম
[19/12 11:33 pm] শাল্যদানী: দারুণ কাজ করেছো।
[19/12 11:33 pm] শাল্যদানী: এটা ছাপতে পারি?
[19/12 11:33 pm] সুদীপ্তা: না একটা পরিপূর্ণ শেষ হ্ওয়া দরকার
[19/12 11:33 pm] শাল্যদানী: পরের পার্টে
[19/12 11:33 pm] সুদীপ্তা: চমক থাকবে এমন
[19/12 11:34 pm] শাল্যদানী: তরঙ্গের এই সংখ্যায় থাকবে প্রথম পার্ট।
আমার ইনবক্স আমিই কপি করলাম(কোনো এডিট না করে)....
[19/12 9:33 am] সুদীপ্তা: Gd morning
[19/12 9:35 am] শাল্যদানী: সুসকাল।
সারাদিন প্রেমে থাকো
[19/12 9:36 am] সুদীপ্তা: Tumio
[19/12 9:36 am] শাল্যদানী: আমি প্রেমে থাকি না, বিরহে বাঁচি
[19/12 9:37 am] সুদীপ্তা: Tai to kolome ato agun
[19/12 9:37 am] শাল্যদানী: কই আগুন
[19/12 9:37 am] শাল্যদানী: সব বেগুন
[19/12 9:38 am] সুদীপ্তা: Begun vajte agun lage
[19/12 9:38 am] সুদীপ্তা: Porateu
[19/12 9:38 am] শাল্যদানী: তাইবলে কলমে আমার আগুন নেই। ফাগুনমাস
এই অবধি ঠিক ছিলো। তারপর কি জানি কি হল...
[19/12 9:39 am] সুদীপ্তা: Jhora pata
[19/12 9:39 am] শাল্যদানী: খোলা খাতা
[19/12 9:40 am] সুদীপ্তা: ঝলকানি দেয় রোদ
[19/12 9:41 am] শাল্যদানী: বাস্পমেঘে বোধ
[19/12 9:41 am] সুদীপ্তা: সূর্য ঢেকে দিলে
[19/12 9:42 am] শাল্যদানী: সবুজ ক্লোরোফিলে
[19/12 9:43 am] সুদীপ্তা: কথার জন্ম হয়
[19/12 9:43 am] শাল্যদানী: বলবার মত নয়
[19/12 9:43 am] সুদীপ্তা: তবুও তো আছো
[19/12 9:44 am] শাল্যদানী: যেমন তুমি বাঁচো
[19/12 9:44 am] সুদীপ্তা: গন্ধ মেখে গায়ে
[19/12 9:45 am] শাল্যদানী: আলতা মাখা পায়ে
[19/12 9:45 am] সুদীপ্তা: সোনা ঝরা বুকে
[19/12 9:47 am] শাল্যদানী: থেকো তুমি সুখে
[19/12 9:47 am] সুদীপ্তা: তানপুরা র তারে
[19/12 9:48 am] শাল্যদানী: র চায়ের অস্তপারে
[19/12 9:48 am] সুদীপ্তা: জন্ম হবে আবার
[19/12 9:49 am] শাল্যদানী: নতুন ভালোলাগার
[19/12 9:49 am] সুদীপ্তা: আশার সাগর পাড়ে
[19/12 9:50 am] শাল্যদানী: আসবে বারেবারে
[19/12 9:51 am] সুদীপ্তা: জন্মের ওপাড়ে
[19/12 9:55 am] শাল্যদানী: মিলিবে সাগরে
[19/12 9:55 am] সুদীপ্তা: যদি তুমি চাও
[19/12 9:57 am] শাল্যদানী: হাতটা বাড়াও
[19/12 9:58 am] সুদীপ্তা: আবার সূর্যোদয়
[19/12 9:59 am] শাল্যদানী: একসাথে দেখবো বোধহয়
[19/12 10:02 am] সুদীপ্তা: মাথা রাখব কাঁধে
[19/12 10:13 am] শাল্যদানী: অনেক প্রেমের সাধে
[19/12 10:13 am] সুদীপ্তা: হাত ছাড়বে নাতো
[19/12 10:14 am] শাল্যদানী: দূড়ে যাবে নাতো
[19/12 10:14 am] সুদীপ্তা: যদি ঝগড়া হয়
[19/12 10:15 am] শাল্যদানী: মানাবো নিশ্চয়
[19/12 10:16 am] সুদীপ্তা: আবারো ভাব হবে
[19/12 10:46 am] শাল্যদানী: চোখে চোখ রবে
[19/12 4:00 pm] সুদীপ্তা: সময় থেমে যাক
[19/12 5:23 pm] শাল্যদানী: নতুন রূপ পাক
[19/12 7:48 pm] সুদীপ্তা: আবারো ভিজব জড়িয়ে
[19/12 8:16 pm] শাল্যদানী: একে অন্যকে হারিয়ে
[19/12 8:17 pm] সুদীপ্তা: আরো আরো কাছে
[19/12 8:18 pm] শাল্যদানী: মনের খাঁজে খাঁজে
[19/12 8:19 pm] সুদীপ্তা: জানো গন্ধ পাচ্ছি
[19/12 8:19 pm] শাল্যদানী: জানো তোমাকে ভাবছি
[19/12 8:19 pm] সুদীপ্তা: এভাবেই থাকবে তো
[19/12 8:20 pm] শাল্যদানী: বুকে ধরে রাখবে তো
[19/12 8:25 pm] সুদীপ্তা: ছাড়বেনা কোনদিন
[19/12 8:27 pm] শাল্যদানী: বাঁঁচবো যতদিন
[19/12 8:31 pm] সুদীপ্তা: যদি মৃত্যু আসে
[19/12 8:36 pm] শাল্যদানী: তোমাতেই থাকবো মিশে
[19/12 8:47 pm] সুদীপ্তা: তবুও হারানোর ভয়
[19/12 8:47 pm] শাল্যদানী: ভালোবেসে করবে জয়
[19/12 8:48 pm] সুদীপ্তা: সত্যি বলছো তুমি
[19/12 8:49 pm] শাল্যদানী: জানেন অন্তর্যামী
[19/12 8:50 pm] সুদীপ্তা: শুধু তোমাকেই ভালোবাসি
[19/12 8:52 pm] শাল্যদানী: প্রেমের জোয়ারে ভাসি।
[19/12 8:55 pm] সুদীপ্তা: নদীতে ভাসাব ভেলা
[19/12 9:05 pm] শাল্যদানী: তুমি আমি একেলা
[19/12 10:06 pm] সুদীপ্তা: দেখো দূরে শাপলা ফুটেছে
[19/12 10:09 pm] শাল্যদানী: তোমায় দেখেইতো হাসছে
[19/12 10:10 pm] সুদীপ্তা: অমন করে কি দেখছো
[19/12 10:11 pm] শাল্যদানী: কি ভাবে আমায় মিশছো
[19/12 10:11 pm] সুদীপ্তা: যেমন নদী সাগরে মেশে
[19/12 10:13 pm] শাল্যদানী: যেমন তারা আকাশে ভাসে
[19/12 10:13 pm] সুদীপ্তা: মাটিতে ফুল ফোটে
[19/12 10:14 pm] শাল্যদানী: সুন্দর কবরী তটে
[19/12 10:16 pm] সুদীপ্তা: তোমার জন্য জন্ম নেব
[19/12 10:18 pm] শাল্যদানী: এ জন্মেও নাহি যেতে দেবো
[19/12 10:19 pm] সুদীপ্তা: তবে রাধা কৃষ্ন হতে হয়
[19/12 10:23 pm] শাল্যদানী: কেন আমিকি যোগ্য নয়
[19/12 10:24 pm] সুদীপ্তা: শুধু প্রেমে বড় ভয়
[19/12 10:33 pm] শাল্যদানী: কিসে ভয় যায়?
[19/12 10:38 pm] সুদীপ্তা: তোমার বুকে মাথা রেখে
[19/12 11:14 pm] শাল্যদানী: মুখ কেন রাখো ঢেকে
[19/12 11:18 pm] সুদীপ্তা: লজ্জা বুঝি নাই
[19/12 11:19 pm] শাল্যদানী: প্রেমে কবার ট্রাই?
[19/12 11:19 pm] সুদীপ্তা: তুমিই প্রথম তোমাতে শেষ
[19/12 11:20 pm] শাল্যদানী: বিশ্বাসে কষ্ট, শুনতে বেশ
[19/12 11:22 pm] সুদীপ্তা: নয় কোন মিথ্যা ছলনা
[19/12 11:22 pm] শাল্যদানী: আমার অতীতে অনেক ললনা
[19/12 11:24 pm] সুদীপ্তা: ভালোবাসায় ভুলবে সব যাতনা
[19/12 11:24 pm] শাল্যদানী: বিশ্বাসে আঘাত কোরো না
[19/12 11:25 pm] সুদীপ্তা: কথা দিলাম তোমায় ছুয়ে
[19/12 11:25 pm] শাল্যদানী: থাকবে তুমি আমার হয়ে
[19/12 11:26 pm] সুদীপ্তা: থাকবো শুধু তোমার জন্যএ
[19/12 11:27 pm] শাল্যদানী: আমাকে আরো জানো তবে
[19/12 11:32 pm] সুদীপ্তা: ওকে গুড নাইট
[19/12 11:32 pm] সুদীপ্তা: আর কত বড় করবে
[19/12 11:32 pm] শাল্যদানী: বেশ ছেড়ে দিলাম
[19/12 11:33 pm] শাল্যদানী: দারুণ কাজ করেছো।
[19/12 11:33 pm] শাল্যদানী: এটা ছাপতে পারি?
[19/12 11:33 pm] সুদীপ্তা: না একটা পরিপূর্ণ শেষ হ্ওয়া দরকার
[19/12 11:33 pm] শাল্যদানী: পরের পার্টে
[19/12 11:33 pm] সুদীপ্তা: চমক থাকবে এমন
[19/12 11:34 pm] শাল্যদানী: তরঙ্গের এই সংখ্যায় থাকবে প্রথম পার্ট।
*****
No comments:
Post a Comment