চিত্রাঙ্কন
*****
কবিতা : সাধারণ বিভাগ
কালো আয়না
১.
তামার জ্বলন্ত হাত জানলা থেকে কাকে যে ডাকছে
হয়তো তোমারই কোনো ছায়া। পঞ্চদশ শতকের
শান্ত মাটির গাড়ি অনেক রোদ্দুর নিয়ে নেমেছিল জলে
হয়তো সেখানে আজও ভোর হয়।কোলাহল নির্জনতা
হয়।যুদ্ধের প্রবল বেজে ওঠে
তামার জ্বলন্ত হাত জানলা থেকে ঝাঁপিয়ে পড়েছে বহুদূর। হয়তো তোমার ছায়া। কালো আয়নায়
অদৃষ্টপূর্ব কোনো সুরের খোলস
২.
শুকনো আলোর নিচে আমাদের ভয় ছিল কাঠের
দেবতা। শুকনো আলোর নিচে অবিকলঠান্ডা লোহার কোনো নদী। আমাদের মেয়েরা সব আধভাঙা নৌকোয় এসেছিল। আমাদের মেয়েরা সব জ্বালানি শৌর্যের সাথে পৌঁছেছিল চুলার আত্মায়
শুকনো আলোর নিচে তুমি একান্তই রং-মাস্টার
খেদহীন বিষাদহীন উলটে দিচ্ছ কয়েকশতকের
ভারী ড্রাম। শুকনো আালোর নিচে তুমি সেই খড়ের
পুতুল, অসম্ভব সূর্যান্ত মাথায় নিয়ে বসে
No comments:
Post a Comment