কবিতা : সাধারণ বিভাগ
নগ্ন সত্য
সত্য যখন নগ্ন , উজ্জল তখন বর্ণ ......
কিছু ঝিনুক গুড়িয়ে গেছে......
পদদলিত হয়ে মুছে গেছে......
কিছু সত্য হয়েছে বিদীর্ণ...
পাঁক ডোবায় কতগুলো মৃত সত্য ...
এনেছে বিবেকের মৃত্যু...
সূর্যের কিরণে আকাশের স্বাধীনতা ...
সত্যের কাছে অসীম পরাধীনতা ।।
নগ্ন সত্য আজ মৃত ...।
******
No comments:
Post a Comment