এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ডঃ মীনা মুখার্জি


কবিতা : সাধারণ বিভাগ



ভালবাসা ভালবাসা

আরও একটা সুন্দর রাত্তির,
জ্যোৎ্সনা ধোয়া আকাশের মুখে
নক্ষত্রের রমণীরা আয়েশ ছড়ায়
হাত-ছানি ইশারায়!

দু'চোখ রেখে দূর আকাশে
সুখের নেশা-খোঁজ!
জোড়-শালিখের হৃদয়-ভাঁজে
আঁধার জমা ভারি মেঘ!

বৃষ্টি-সকাল বাঙ্ময় হোক্
প্রেমের ওম্ ছড়িয়ে রাত-গভীরে!

এ পৃথিবীর বিষাক্ত মাটিতে
এক সকাল ভালবাসা;
বিষণ্ণ আকাশে কিছু বাঙ্ময় মেঘ আনো৷
জোনাক সাথী থেকো মধুরাতে........!!

সে খোলা খাতা

     অবিশ্বাসী অন্ধকারে অনিঃশেষ
     প্রতিবাদ কাঁপে৷
     রহস্যের তীব্র ভূকম্পনে
     'অর্ন্তজলি অপেক্ষা' বুকে জাগা৷
     গল্লের মত হারানো সে বাঁক
     খোঁজে মাটি,হাওয়া জল.......
     আর ধূসর প্রান্তরে পড়ে থাকা
     সে খোলা খাতা!
      আর বিবর্ণ বিষণ্ণতা৷
      তুমি উত্তপ্ত নিঃশ্বাসে
      দু,টি চোখে ব্যাপ্ত দেখো সুন্দর কান্নাকে!
      তারপর স্মৃতি যদি সুখ দেয়-
      নিবিড়ে ভালবেসো স্মৃতিকে
      বৈশাখী গন্ধ মেখে.......
      আরক্ত দিগন্তে চোখ রেখো৷
     যেখানে বৃক্ষে বৃক্ষে জড়াজড়ি আলিঙ্গন,
     রহস্য নিমগ্ন কোনো নিশান্তের স্বপন৷
     ঘর-গেরস্থালি,সুখ-দুঃখ,আনন্দ-বেদনা মাখা
     অমৃত যন্ত্রণারা নাহয় ভরা থাক্
      বন্ধ হাতের মুঠোয় ৷
      খোলা পাতার মাতালেরাও যেন
      হাতে হাত রাখে সোনালী দিনের গান গেয়ে৷

Dr.Mrs.Meena Mukherjee

Date of birth- 8.10.59.Birth
place..Suri,Birbhum,W.B.
কবিতার হাতে খড়ি শৈশবেই৷দাদামশাই ঁস্বর্গীয় হরিপদ চট্টোপাধ্যায় সুন্দর গান বাঁধতেন ,জ্যাঠামশায় বাবা ,কাকা কবিতা লিখতেন৷ স্কুল—ম্যাগাজিনে স্যার মথুরানাথ দাস ও অজিত মন্ডল স্যারের অনুপ্রেরণা অবশ্য স্বীকার্য৷স্কুল কলেজ ছাড়াও দেশ বিদেশে নানান পত্রিকা ও লিটল ম্যাগাজিনে লেখা ছাপানো হচ্ছে৷
বিবাহ সুত্রে জামশেদপুর বাসিন্দা৷সুর্দীঘ কাল সাহিত্য অঙ্গনের বিরতি,পুনঃ স্বামীর প্রেরণা ও উৎসাহে নিঃভাঃবঃ সাঃসঃ এ যোগদান ও নানান সাহিত্য সংগঠনে যুক্ত ও পুনশ্চঃ কবিতা লেখা শুরু৷
এযাবৎ স্বতন্র তিনটি কাব্যগ্রন্থ ও যৌথ উদ্যোগে বেশ ক'খানি৷সাহিত্য সভা শানন্তিনিকেতনে নিয়মিত লেখা,চলছে কলম আজও৷
কবিতা ভাবনাঃ
একলা চলার পথে কবিতা অনন্য সাথী৷"অনেক দিয়েছ কবিতা তুমি৷৷"—চিন্তন ও মননের রূপান্তর ই কবিতা৷সৃষ্টির ভাষা ,প্রয়োজনের ভাষা,সংস্কৃতি রক্ষার তাগিদ,প্রকৃতির প্রতি অসীম টান ,সামাজিক চিত্রণের প্রতি র্দুনিবার আর্কষণ ,সৃষ্টির প্রতি সজাগ দৃষ্টি ও পাঠকের প্রতি সজাগ দৃষ্টি নিবেশ বরাবরই৷
যন্ত্রণা ও সৃষ্টির অনুভবঃ
প্রাত্যহিক জীবনের গভীরতম সংঘটন,বেঁচে থাকার আশ্বাস ,পূর্ণতায় র্নিভরশীল,ভালবাসা ,প্রেম প্রীতির দৃপ্ত প্রত্যয়,সৌন্দর্যের সোপান বেয়ে কবি চলমান৷

*******

No comments:

Post a Comment