কবিতা : কবিতার ল্যাব
অপদার্থতত্ত্ব
আস্তে আস্তে গাম্ভীর্য চিবিয়ে কেউ
ধানের আগায় নিষিদ্ধতা এবং আঁশটে নক্ষত্র
প্যালেস্টাইন
ইজরাইল
অক্ষশক্তি
নিজের মধ্যে ভিজতে খেয়ে নাও
বদান্যতা যোগ করলে রাশিফল পর্যন্ত তল্লাশি না জমিয়ে
বাস্তুঘুঘু
অনির্দিষ্ট
মেদিনীপুর
বিকেলে আতরের গন্ধ
প্রত্যেক সফটওয়্যারে একজন করে চাঁদের পেছন দিকে হাহাকার
আমিও তো হারিয়ে যেতে গিয়ে ধমনীর কাছাকাছি ঘুমিয়ে পড়েছি
সময় হবার আগেই পাঁচবার ঘুড়িগুলো
চার তিন দুই এক
ক্লান্তির সাথে গল্প করার দুঃখ ঝাপসা হয়ে আসে
শ্রেয়ণ ৯ ডিসেম্বর ২০১৭, রাত ১১.৪৪ ৩৫, কবি সত্যেন দত্ত রোড, নিমতা, কলকাতা - ৭০০০৪৯ যোগাযোগ-৯১৬৩৪৪৯৬২৫ ******* |
No comments:
Post a Comment