পুনরাধুনিক কবিতা
■ ভবিষ্যত ■
সাঁঝ রাতে বেড়ালকে মারতে চেয়ে
ঠাঁই দাঁড়িয়ে থাকা হাতে বেঁকা লাঠি,
মনজমিন উর্বর প্রেমিকার সংলাপে
অকথ্য গালাগালি দিচ্ছে পোড়ামাটি
সূর্যের আলোয় পরখ করে আমার মা
নিষিক্ত কোন ডিমটা, কারা ঘোলাটে
বেদনার খোরকা পরা যন্ত্রণার চোখে
ছেঁড়া ত্যানা দিয়ে ঢাকি যুবতীর মুখটি
আজ নয়তো কাল বেড়াল বেরুবেই ঝুলিতে
দাঁও মেরে দাও এই সুযোগে ভবিষ্যত বুলিতে
#####
○ কোনো এক ভোরের ডাকে ○সাঁঝ রাতে বেড়ালকে মারতে চেয়ে
ঠাঁই দাঁড়িয়ে থাকা হাতে বেঁকা লাঠি,
মনজমিন উর্বর প্রেমিকার সংলাপে
অকথ্য গালাগালি দিচ্ছে পোড়ামাটি
সূর্যের আলোয় পরখ করে আমার মা
নিষিক্ত কোন ডিমটা, কারা ঘোলাটে
বেদনার খোরকা পরা যন্ত্রণার চোখে
ছেঁড়া ত্যানা দিয়ে ঢাকি যুবতীর মুখটি
আজ নয়তো কাল বেড়াল বেরুবেই ঝুলিতে
দাঁও মেরে দাও এই সুযোগে ভবিষ্যত বুলিতে
#####
সূর্য এগিয়ে এলেই ভোরগুলো আসে
বিলাসী হাওয়া প্রাতঃ ভ্রমীর কমায়
কিছুটা শর্করা, কিছু মেদ শরীরে...
এ শরীর জানে ভাঙনের ইতিহাস
প্রতিদিন রাতের কাছে আত্মসমর্পণ
সুযোগসন্ধানী খাঁকি চাঁদ আড়ালে •••
আলতো করে ফ্রক খোলে কিশোরী
পরখ করে ডোরাকাটা স্বপ্নকে
নাগর এসে তছনছ করে গেছে
পদ্মপাতার টলমলে জল---
কোনো এক ভোরের ডাকে চিঠি
ঘুম ভাঙায় পাখি, যুবতীর খোলামন
পালিয়ে যাবে ডাক-বাক্সের সাথে
দুনিয়া দিন দিন ছোট হয়ে যাচ্ছে ভোর •••
☆☆☆☆☆
নাসির ওয়াদেন
প্রযত্ন ~ সৌম্য জেরক্স স্টেশন রোড
পোস্ট ~ মুরারই / 731219
জেলা ~ বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত
পেশা ~ শিক্ষকতা
ফোন ~ ৮৯২৬৬২৫৯৩১
●●●●●
No comments:
Post a Comment