কবিতা : কবিতার ল্যাব
দীপ-শিখা
ঐ
দেখ
কেমন
ধ্বজা ওড়ে
সুউচ্চ শিরে
এগিয়ে যেতে
স্বাধীনতা পেতে
ভাঙো শিকল
সাহস
করে
রক্তক্ষয়ী সংগ্রাম! জিতে পড়বে তুমি বিজয় মুকুট
সহস্র বিউগলে মুক্তির আওয়াজ উঠুক
নতুন ভোরে হবে ইতিহাস লেখা
হৃদয় মঙ্গলদীপশিখা।
ঐ
দেখ
কেমন
ধ্বজা ওড়ে
সুউচ্চ শিরে
এগিয়ে যেতে
স্বাধীনতা পেতে
ভাঙো শিকল
সাহস
করে
রক্তক্ষয়ী সংগ্রাম! জিতে পড়বে তুমি বিজয় মুকুট
সহস্র বিউগলে মুক্তির আওয়াজ উঠুক
নতুন ভোরে হবে ইতিহাস লেখা
হৃদয় মঙ্গলদীপশিখা।
শেষ চিঠি
সুজাতা, তুমি বাড়ি ছাড়ার পর অসহায় হয়ে লিখছি এই চিঠি,
সে জানি পেতেছ সংসার, কানে এলো মা হয়েছ আবার।
এক মারণ রোগে ভুগছে আমার...না আমাদের শুভ,
ওর সাধ একবার, তোমার কোলে মাথা রাখার।
ধীরে ধীরে ক্ষয়ে দুর্বল হচ্ছে শরীর
হয়ত দিন চার, হাতে আর...
একটু সময় যদি পাও,
দেখে যেও শেষবার।
ইতি, অমানুষ
তোমার
No comments:
Post a Comment