ফটোগ্রাফি
********
কবিতা : সাধারণ বিভাগ
আমার রবি ঠাকুর
আজি এ প্রভাতে নূতন আবেগে ভাসিয়েছি 'সোনার তরী',
ফাগুন হাওয়া সঙ্গে নিয়ে, বৈশাখ-এর গান ধরি।
বৈশাখ-এর এই ২৫ তারিখ কাঁপিয়েছো ধরনীচিত্ত,
তোমার লেখা আজও অমর,তোমার 'পুরাতন ভৃত্য'।
তোমার রচিত কাব্য নায়ক' উপেন' মনুষ্যধ্বনি,
কোথা আছে খুঁজে না পাই সেই 'দুই বিঘা জমি'।
' অভিসার' তুমি, 'প্রার্থনা' তুমি, তুমি মোদের সুখ,
তুমি 'মরীচিকা' তোমার 'বালিকা বধূ' তোমার বীরপুরুষ'।
তোমার রচনায় 'ভারত তীর্থ' স্বদেশের গর্ব,
'বেলাশেষে' হেথা খুঁজিবেই সেথা মোদের স্বর্গ।
প্রভাত ফেরির আবেশ নিয়ে মিষ্টে 'বলাকা',
'তালগাছ' তলে, 'বৃক্ষ বন্দনা' ভাবের ঘর আঁকাবাঁকা।
তোমার সুরের সাগর পারে 'মৃত্যুঞ্জয়' একা,
'বাঁশিওয়ালা'-এর সুরের তালে,তোমায় 'হঠাৎ দেখা'।
আজি এ ২৫ শে তোমার সাথে করিলাম দিন শুরু,
ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও,প্রণাম নিও কবিগুরু।
আজি এ প্রভাতে নূতন আবেগে ভাসিয়েছি 'সোনার তরী',
ফাগুন হাওয়া সঙ্গে নিয়ে, বৈশাখ-এর গান ধরি।
বৈশাখ-এর এই ২৫ তারিখ কাঁপিয়েছো ধরনীচিত্ত,
তোমার লেখা আজও অমর,তোমার 'পুরাতন ভৃত্য'।
তোমার রচিত কাব্য নায়ক' উপেন' মনুষ্যধ্বনি,
কোথা আছে খুঁজে না পাই সেই 'দুই বিঘা জমি'।
' অভিসার' তুমি, 'প্রার্থনা' তুমি, তুমি মোদের সুখ,
তুমি 'মরীচিকা' তোমার 'বালিকা বধূ' তোমার বীরপুরুষ'।
তোমার রচনায় 'ভারত তীর্থ' স্বদেশের গর্ব,
'বেলাশেষে' হেথা খুঁজিবেই সেথা মোদের স্বর্গ।
প্রভাত ফেরির আবেশ নিয়ে মিষ্টে 'বলাকা',
'তালগাছ' তলে, 'বৃক্ষ বন্দনা' ভাবের ঘর আঁকাবাঁকা।
তোমার সুরের সাগর পারে 'মৃত্যুঞ্জয়' একা,
'বাঁশিওয়ালা'-এর সুরের তালে,তোমায় 'হঠাৎ দেখা'।
আজি এ ২৫ শে তোমার সাথে করিলাম দিন শুরু,
ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও,প্রণাম নিও কবিগুরু।
No comments:
Post a Comment