এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রবীন বসু


কবিতা : কবিতার ল‍্যাব


নিরাপদ আশ্রয়

চৈতন্যে মড়ক  #  কোন্ সড়ক দিয়ে কে যে হাঁটে
→ হাঁটতে গিয়ে → বিকৃতির মাইলস্টোন
তাকে পেরোনো যায় না  < তাই ← পেছন হাঁটে সভ্যতা
সরলতা নিয়ে নিষ্পাপ শিশু  >
                                      হাওয়ায় দোল খায় ~
দোল খায় নীল বিকৃতি →  বিষেভরা দাঁতের আছাড়
হিসেবি বিবেক  তখন  ^  বোঝে বেওসা  >  রাজনীতি
আমাদের চরিতার্থতায় →  নিশ্চুপ লজ্জা  #
যদি ঊর্ধ্বমুখ হই  ^  সমস্ত থুতু নিজের মুখেই পড়ে
                         →
তাই ওই বিশ্বাস আর সরলতা আঁকড়ে নিষ্পাপ শিশু
                        ←
নিরাপদ আশ্রয়ে ফিরে যাক ^



গল্প : অণুগল্প


কলির অভিমান

আজ শামিমার মনটা ভালো নেই l গতকাল যে সম্বন্ধটা এনেছিল খালা,তারাও অপছন্দ করে চলে গেল l আব্বা ওদের হাতেপায়ে ধরেছিল l বলেছেল, এট্টু কালো হলি কী হবে কত্তা, আমার মেয়ে কাজকামে খুব দড় l সব কাজ পারে l আর হাতের আন্না, একবার খেলি আর জেবনে ভুলবেন না l
ছেলের আব্বা নাকে একটিপ নস্যি নিয়ে শুধু বলেছেল, শুধু আন্না খেলি তো হবি নি, পারবা পঞ্চার হাজার টাকা যৌতুক দিতি আর একখান সাইকেল?
সেই কোন ভোরবেলা ছোট ডিঙিনৌকো নিয়ে বাপ মেয়ে বড় ঝিলে খালে ওয়াটার লিলি তোলে l তারপর শামিমা থোকা বেঁধে দেয়, আর শাহাবুদ্দিন ভ্যানরিক্সায় চাপিয়ে চার মাইল দূরের হাটে পাইকারকে দিয়ে আসে l সামান্য যা আয় হয় তাতে দু’জনের পেটই চলে না, তো পঞ্চাশ হাজার টাকা আর সাইকেল? ফলে বিয়ে ভেঙে গেছে l

আব্বা ভোর থাকতে আবার অন্য পাত্রের সন্ধানে গেছে. তাই সে আজ একাই এসেছে ঝিলে ফুল তুলতে l মন ভালো নেই l নতমুখি সদ্যফোটা কলি শামিমা জলভরা চোখে এক অবরুদ্ধ অভিমানকে সামলাতে সামলাতে ফুল তুলতে লাগল l স্বচ্ছ জলে সে নববধূ শামিমার রূপ দেখল !


রবীন বসু
189/9, Kasba Road, 2nd Floor, Flat no. 5
Kolkata—700042,  Ph- 9433552421
e-mail: rabindranathbasu616@gmail.com

*******


No comments:

Post a Comment